রারবান (Rurban) বা শহুরে-গ্রামীণ এলাকা বা গ্রাম-শহর উপকন্ঠ বলতে কী বোঝো।

Rate this post

রারবান (Rurban) বা শহুরে-গ্রামীণ এলাকা বা গ্রাম-শহর উপকন্ঠ বলতে কী বোঝো।

রারবান (Rurban): আধা শহর ও আধা গ্রামীণ এলাকাকে রারবান (Rurban) বা শহুরে-গ্রামীণ এলাকা বা গ্রাম-শহর উপকন্ঠ বলে। শহর ও গ্রামের মধ্যবর্তী এলাকায় বা প্রান্ত ভাগে রারবান সৃষ্টি হয়। এই অঞ্চলের শহুরে ও গ্রামীণ রূপকে প্রকাশ করতে গিয়ে 1914 খ্রীঃ অধ্যাপক সর্বপ্রথম রারবান (Rurban) শব্দটি ব্যবহার করেন। তাঁর মতে এই অঞ্চলে একদিকে যেমন গ্রামীণ জীবনের সুযোগ সুবিধা আছে, অন্যদিকে তেমনি শহুরে জীবনের সুযোগ সুবিধাও আছে। সুতরাং গ্রামীণ পরিবেশে নগর জীবনের নাগরিক সুবিধা, স্বাচ্ছন্দ্য ও আধুনিকতার ছাপ পাওয়া যায় বলে এই অঞ্চলকে রারবান (Rurban) বা শহুরে-গ্রামীণ এলাকা বা গ্রাম-শহর উপকন্ঠ বলা হয়।

Leave a Comment