সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের সংজ্ঞা ও তালিকা – Samochcharito Vinnarthok shabdo

Rate this post

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের সংজ্ঞা ও তালিকা – Samochcharito Vinnarthok shabdo: সব ভাষার মতো বাংলা ভাষাতেও এমন বহু শব্দ আছে যাদের উচ্চারণ পুরোপুরি এক বা প্রায় এক হলেও অর্থের পার্থক্য আছে। বেশিরভাগ ক্ষেত্রে এদের মধ্যে বানানে পার্থক্য থাকে কিন্তু অনেক ক্ষেত্রে বানানেও কোনো পার্থক্য থাকে না। বানানে পার্থক্য না থাকলে বাক্যে প্রয়োগ দেখে বুঝতে হয় শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলিকে ব্যাকরণের পরিভাষায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে। সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কাকে বলে? এর উত্তর হিসেবে আমরা বলতে পারি: একাধিক শব্দের উচ্চারণ এক‌ই বা প্রায় এক‌ই হলেও তাদের অর্থ যদি আলাদা হয়, তখন ঐ শব্দগুলিকে বলা হয় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ।

সমোচ্চারিত শব্দ-যুগলের অর্থ পার্থক্য চিনতে পারা ছোটোদের জন্য খুব‌ই গুরুত্বপূর্ণ একটি অনুশীলন। আজকের আলোচনায় আমরা এই রকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের উদাহরণ তুলে ধরলাম। তালিকাটি একটি বর্ণানুক্রমিক তালিকা।

সমোচ্চারিত ভিন্নার্থক কাকে বলে ?

অনেক সময় লক্ষ্য করা যায় একাধিক শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু তাদের অর্থ আলাদা। এই সকল শব্দকে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ বলা হয়ে থাকে।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ তালিকা

1অনুপশ্চাৎ
2অণু পদার্থের ক্ষুদ্র কণা
3অবদ্যনিন্দনীয়
4অবধ্য বধের অযোগ্য
5অবলাযার বল নেই
6অবোলাবোবা
7অবিরামবিরামহীন
8অভিরামসৌন্দর্য-পূর্ণ
9অর্ঘমূল্য/দাম
10অর্ঘ্যপুজোর উপকরণ
11অশ্বঘোটক বা ঘোড়া
12অশ্মপ্রস্তর
13আধারযা ধারণ করে
14আঁধারঅন্ধকার
15আপননিজ
16আপণদোকান
17আবরণআচ্ছাদন
18আভরণঅলঙ্কার
19আবাসবাসস্থান
20আভাসইঙ্গিত
21শরতীর/তৃণবিশেষ
22ষড়ছয়
23সরদুধের মালাই
24স্বরশব্দ, সুর
25আবরণআচ্ছাদন
26আভরণগহনা, অলংকার, ভূষণ
27ধুমপ্রাচুর্য, জাঁকজমক
28ধূমধোঁয়া
29সুতপুত্র
30সূতসারথি, জাত
31শিকারমৃগয়া
32স্বীকারমেনে নেওয়া, বরণ
33অন্নভাত
34অন্যঅপর
35আসাআগমন
36আশাপ্রত্যাশা, ভরসা
37বেশিঅনেক
38বেশীবেশধারী (ছদ্মবেশী)
39শবমৃতদেহ
40সবসমস্ত
41পড়-পড়পড়ন্ত
42পর পরএকের পর এক
43বাণীকথা, উক্তি
44বানিগয়না তৈরির মজুরি
45নিচনিম্ন স্থান, বাড়ির নিম্নতল
46নীচহীন, নিকৃষ্ট
47সকলসব, সমস্ত
48শকলমাছের আঁশ
49কাঁচাঅপক্ব
50কাচাধৈৗত করা
51গাঁথাগেঁথে দেয়া
52গাথাকাহিনী, কাহিনীকাব্য
53বাঁকনদী বা পথের বাঁক
54বাককথা
55কাঁদাক্রন্দন
56কাদাকর্দম
57বাঁবাম
58বাঅথবা, কিংবা
59কাঁটাকণ্টক
60কাটাকর্তন
61গাঁগ্রাম
62গাশরীর
63দাঁড়িপূর্ণচ্ছেদ
64দাড়িমাঝি
65বাঁধাবন্ধন
66বাধাপ্রতিহত করা, রোধ করা
67গোঁড়াঅন্ধ বা উগ্রভাবে সমর্থনকারী
68গোড়ানিচের অংশ
69রোধপ্রতিরোধ, বাধা দেয়া
70রোদরৌদ্র
71বরশাবর্শা
72বরষাবর্ষা, বৃষ্টি
73ক্ষুরধারপ্রচণ্ড ধারালো
74ক্ষুরধারাক্ষুরের মত ধারালো যে প্রবাহ বা স্রোত
75কূলতীর, উপকূল
76কুলবরই/জাত
77সাড়াশব্দ বা ডাকের জবাব, প্রতিক্রিয়া
78সারাসমগ্র, শেষ, আকুল
79দেড়ীদেড়গুণ
80দেরিবিলম্ব
81পাড়িপারাপার
82পারিসমর্থ বা সক্ষম হই
83শোনাশ্রবণ
84সোনাস্বর্ণ
85জোড়যুগল
86জোরবল, শক্তি, সামর্থ্য

Leave a Comment