ভারতের সংবিধানের ১২টি তফসিল তালিকা: ভারতের সংবিধান (Constitution of India) ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে বহুকক্ষবিশিষ্ট সরকারব্যবস্থা গঠন, কার্যপদ্ধতি, আমলাতান্ত্রিক কর্তৃত্ববাদ, গোত্রীয় স্বাতন্ত্র্যবাদ, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ; মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ২৮৪ জনের সই করলে গৃহীত হয় এবং এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান জোরদারভাবে কার্যকরী হয়।
আজ ভারতের সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF টি আপনাদেরকে দিচ্ছি, যেটিতে তফসিলের বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে বাংলা ভাষায়। কারণ বেশিরভাগ Competitive exam-এ সংবিধানের বিভিন্ন তফসিলের অন্তর্গত বিষয়বস্তু ও ক্রমিক সংখ্যা থেকে প্রশ্ন আসতেই দেখা যায়। যেমন:- ভারতের সংবিধানে কয়টি তফসিল? ইত্যাদি।
ভারতের সংবিধানের ১২টি তফসিল তালিকা
প্রথম তফসিল : রাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এক্তিয়ার, এলাকা সম্পর্কিত
দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি, রাজ্যপালগন, সুপ্রিমকোর্টের ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য ন্যায় বিচারপতিগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
তৃতীয় তফসিল : কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ রাজ্যমন্ত্রীগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখের শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞাপূর্বক কথন
চতুর্থ তফসিল : বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন
পঞ্চম তফসিল : বিভিন্ন তালিকাভুক্ত এলাকা গুলির শাসনব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ
ষষ্ঠ তফসিল : অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুনাচলপ্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসনব্যবস্থার নিয়মাবলী
সপ্তম তফসিল : তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা
অষ্টম তফসিল : সংবিধান স্বীকৃত ২২টি ভারতীয় ভাষার নামের তালিকা
নবম তফসিল : প্রথম সংবিধান সংশোধনী আইন, (১৯৫১) বলে এই তালিকার সৃষ্ট। ভূমি সংস্কার, জমিদারী প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত
দশম তফসিল : ৫২-তম সংবিধান সংশোধনী আইন (১৯৮৫) বলে এই তালিকার সৃষ্ট। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা
একাদশ তফসিল : ৭৩-তম সংবিধান সংশোধনী আইন (১৯৯২) বলে এই তালিকার সৃষ্। এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে।
দ্বাদশ তফসিল : ১৯৯২ সালের ৭৪তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্টি। নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে
ভারতীয় সংবিধানের তফসিল
তফসিল সমূহ | বিষয়বস্তু |
---|---|
প্রথম তফসিল | রাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এক্তিয়ার, এলাকা সম্পর্কিত। |
দ্বিতীয় তফসিল | রাষ্ট্রপতি, রাজ্যপালগন, সুপ্রিমকোর্টের ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য ন্যায়বিচারপতিগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা। |
তৃতীয় তফসিল | কেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ রাজ্যমন্ত্রীগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখের শপথ গ্রহণ এবং প্রতিজ্ঞাপূর্বক কথন। |
চতুর্থ তফসিল | বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন। |
পঞ্চম তফসিল | বিভিন্ন তালিকাভুক্ত এলাকা গুলির শাসনব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ। |
ষষ্ঠ তফসিল | অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুনাচলপ্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত এলাকার শাসনব্যবস্থার নিয়মাবলী |
সপ্তম তফসিল | তিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা |
অষ্টম তফসিল | সংবিধান স্বীকৃত ২২টি ভারতীয় ভাষার নামের তালিকা |
নবম তফসিল | প্রথম সংবিধান সংশোধনী আইন, (১৯৫১) বলে এই তালিকার সৃষ্ট। ভূমি সংস্কার, জমিদারী প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত |
দশম তফসিল | ৫২-তম সংবিধান সংশোধনী আইন (১৯৮৫) বলে এই তালিকার সৃষ্ট। দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা। |
একাদশ তফসিল | ৭৩-তম সংবিধান সংশোধনী আইন (১৯৯২) বলে এই তালিকার সৃষ্ট। এতে পঞ্চায়েত সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে। |
দ্বাদশ তফসিল | ১৯৯২ সালের ৭৪তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্টি। নগরপালিকা বা পৌরসভা সম্পর্কিত বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে। |