বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম: দ্বিপদী নামকরণ বলতে দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম করনের পদ্ধতিকে বুুঝায়। এই নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে। গণ নামের শেষে প্রজাতিক পদ যুক্ত করে প্রতিটি জীবের নামকরণের পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বলে। এই নামকে বৈজ্ঞানিক নামও (Scientific Names Of Animals) বলা হয়। Systema Naturae গ্রন্থের দশম সংস্করণে (১৭৫৮) ক্যারোলাস লিনিয়াস জীবের নামকরণের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন। দ্বিপদী নাম ল্যাটিন বা ইংরেজি ভাষায় লিখতে হয়।
বৈজ্ঞানিক নাম or দ্বিপদ নামকরণ নীতি
- নামকরণে অবশ্যই ল্যাটিন(Latin) শব্দ ব্যবহার করতে হবে।
- বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশটি গণ (Genus) নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতির (Species) নাম।
- জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক (unique) হতে হয়। কারণ, একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি বা সর্বসম্মতিক্রমে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
- বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে,বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হবে।
- বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক (Italian) অক্ষরে লিখতে হবে।
- হাতে লেখার সময় গণ ও প্রজাতি নামের নিচে আলাদাভাবে দাগান্বিত দিতে হবে।
- যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি সংগৃহীত হবে।
- যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম ও সালসহ উক্ত জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে।
বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম
নং | প্রাণী | বৈজ্ঞানিক নাম |
---|---|---|
১ | মানুষ | Homo sapiens |
২ | গরু | Boss indica |
৩ | আরশোলা | Periplaneta americana |
৪ | ইঁদুর | Bandicota benglalensis |
৫ | ইলিশ | Tenualosa illisha |
৬ | কই | Anabas testudineus |
৭ | কচ্ছপ | Lessemys punctata |
৮ | কবুতর | Columba livia |
৯ | কলেরা জীবাণু | Vibrio cholera |
১০ | কাঁকড়া | Carcinus manius |
১১ | কাতলা | Catla catla |
১২ | কুনোব্যাঙ | Bufo/Duttaphrynus melanostictus |
১৩ | কুমির | Crocodylus niloticus |
১৪ | কেঁচো | Metaphire posthuma, Pheretima posthuma |
১৫ | খরগোশ | Oryctolagus cuniculus |
১৬ | গলদা চিংড়ি | Macrobrachium rosenbergii |
১৭ | গোখরা সাপ | Naja naja |
১৮ | গোলকৃমি | Ascaris lumbricoides |
১৯ | চড়ুই | Passer dometicus |
২০ | চিংড়ি | Macrobrachium malcolmsonii |
২১ | চোখ কৃমি | Loa loa |
২২ | ছাগল | Capra hircus |
২৩ | ঝিনুক | Lamellidens marginalis |
২৪ | টাকি | Channa punctatus |
২৫ | টিকটিকি | Hemidactylus brookii |
২৬ | দোয়েল | Copsychus saularis |
২৭ | প্রজাপতি | Pieris brassicae |
২৮ | ফিতাকৃমি | Taenia solium |
২৯ | বাগদা চিংড়ি | penaeus monodon |
৩০ | বিড়াল | Felis catus |
৩১ | বোয়াল | Wallago attu |
৩২ | ময়ূর | Pavo cristatus |
৩৩ | মশা | Culex pipiens |
৩৪ | মহাশোল | Tor tor |
৩৫ | মাছি | Musca domestica |
৩৬ | মৌমাছি | Apis indica |
৩৭ | ম্যালেরিয়া জীবাণু | Plasomodium vivax |
৩৮ | রয়েল বেঙ্গল টাইগার | Panthera tigris |
৩৯ | রুই | Labeo rohita |
৪০ | শামুক | Pila globosa |
৪১ | সিংহ | Panthera leo |