ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা: আজ জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF টি শেয়ার করছি, যেটিতে সাল, অধিবেশন স্থান এবং সেই অধিবেশনের সভাপতির নাম তালিকাভুক্ত করা হয়েছে। আপনারা সবাই জানেন বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন:- জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ইত্যাদি।
ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন তালিকা
সাল | স্থান | সভাপতি | তাৎপর্য |
---|---|---|---|
১৮৮৫ | বোম্বে | উমেশচন্দ্র ব্যানার্জি | ৭২ জন প্রতিনিধি অংশগ্রহন করেছিলেন |
১৮৮৬ | কলকাতা | দাদাভাই নৌরজি | কংগ্রেস সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করে |
১৮৮৭ | মাদ্রাজ | বদরুদ্দিন তৈয়াবজি | জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি |
১৮৮৮ | এলাহাবাদ | জর্জ ইউল | জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি |
১৮৮৯ | বোম্বে | উইলিয়াম ওয়েডারবান | ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠন |
১৮৯৬ | কলকাতা | রাহিমতুল্লা সাহানি | বন্দেমাতরম গানটি প্রথম গাওয়া হয় |
১৯০৬ | কলকাতা | দাদাভাই নৌরজি | স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেন দাদাভাই নৌরজি |
১৯০৭ | সুরাট | রাসবিহারী ঘোষ | কংগ্রেস নরমপন্থী ও চরম্পন্থিতে ভেঙে যায় |
১৯১১ | কলকাতা | বিষেন নারায়ণ ধর | “জন-গণ-মন” – গানটি প্রথম গাওয়া হয় |
১৯১৬ | লখনৌ | অম্বিকাচরণ মজুমদার | কংগ্রেস ওমুসলিম লিগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় |
১৯১৭ | কলকাতা | অ্যানি বেসান্ত | পথম মহিলা সভাপতি |
১৯২৩ | গয়া | চিত্তরঞ্জন দাস | স্বরাজ্য দল -এর গঠন |
১৯২৪ | বেলগাঁও | গান্ধীজি | গান্ধীজি প্রথম ও শেষবারের জন্য সভাপতি হন |
১৯২৫ | কানপুর | সরোজিনী নাইডু | প্রথম ভারতীয় মহিলা সভাপতি |
১৯২৮ | কলকাতা | মতিলাল নেহেরু | অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয় |
১৯২৯ | লাহোর | জওহরলাল নেহেরু | পূর্ণ স্বরাজের দাবি করা হয় ১৯৩০ সালের ২৬ জানুয়ারী স্বাধীনতা দিবস উদযাপিত করার সিদ্ধান্ত নেওয়া হয় |
১৯৩১ | করাচী | সর্দার বল্লভ ভাই প্যাটেল | মৌলিক অধিকারের প্রস্তাব গ্রহণ করা হয় |
১৯৩৭ | ফৈজপুর | জওহরলাল নেহেরু | প্রথম গ্রাম্য অধিবেসনে প্রথমবার জাতীয় কৃষি নীতি গৃহীত হয় |
১৯৩৮ | হরিপুরা | সুভাষচন্দ্র বসু | দক্ষিণপন্থীদের বিরোধিতা চূর্ণ করে কর্মপন্থার জয় সূচিত হয় |
১৯৩৯ | ত্রিপুরী | সুভাষচন্দ্র বসু | গান্ধীজি মনোনীত পার্থী পট্টভি সীতারামাইয়াকে পরাস্ত করেন নেতাজি গান্ধীজি ও তার সমর্থকদের অসহযোগিতায় নেতাজি পদত্যাগ করতে বাধ্য হন |
১৯৪০ | রামগড় | মৌলানা আবুল কালাম আজাদ | সারা ভারত ব্যাপী আইন-অমান্য আন্দোলনের জন্য কংগ্রেসের সাংগঠনিক প্রস্তুতি দ্রুত সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় |
১৯৪৬ | মিরাট | জে. বি. কৃপালিনী | ভারতের স্বাধীনতা পর্যন্ত নির্বাচিত হন |
Q. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
Ans: প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই তে , ১৮৮৫ সালে ।
Q. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় বসে?
Ans: কলকাতা
Q. জাতীয় কংগ্রেসের জনক কে?
Ans: এলান অক্টাভিয়াম হিউম
Q. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?
Ans: উমেশচন্দ্র বন্দোপাধ্যায়