ষোড়শ মহাজনপদ – রাজধানী ও বর্তমান অবস্থান

Rate this post

ষোড়শ মহাজনপদ – রাজধানী ও বর্তমান অবস্থান: মহাজনপদ-এর আভিধানিক অর্থ “বিশাল সাম্রাজ্য” (সংস্কৃত “महा”-মহা = বিশাল/বৃহৎ, “जनपद”-জনপদ = মনুষ্যবসতি = দেশ)। বৌদ্ধ গ্রন্থে বেশ কয়েকবার এর উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরা নিকায়া,মহাবস্তুতে ১৬টি মহাজনপদের উল্লেখ পাওয়া যায়, যা বৌদ্ধ ধর্মের বিস্তারের পূর্বে ভারতের উত্তর-উত্তর পশ্চিমাংশে উত্থিত এবং বিস্তৃত হয়।

আজর ষোড়শ মহাজনপদ তালিকা PDF টি আজকে শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য ১৬টি মহাজনপদের নাম সঙ্গে তাদের তৎকালীন রাজধানী ও বর্তমান অবস্থান খুব সুন্দরভাবে তালিকাবদ্ধ করা হয়েছে।সরকারী চাকরীর পরীক্ষা যেমন-WBCS বা অন্যান্য পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে। কারণ ভারতীয় ইতিহাসের অন্যতম অধ্যায় এটি। তাই ষোড়শ মহাজনপদ গুলি সম্পর্কে জেনের রাখা আবশ্যক।

ষোড়শ মহাজনপদ – রাজধানী ও বর্তমান অবস্থান

  • ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে একমাত্র অশ্মক দক্ষিণ ভারতে ছিল।
  • বৃজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক ও বাকিগুলি ছিল রাজতান্ত্রিক।
  • মহাজনপদ গুলির মধ্যে সবথেকে শক্তিশালী ছিল মগধ ।

নংমহাজনরাজধানীবর্তমান অবস্থান
অঙ্গচম্পাপূর্ব বিহার
অবন্তীউজ্জয়িনী, মহিষ্মতিমালয়
অশ্মকপোটানা/পোটালিগোদাবরীর দক্ষিন তীর
কম্বোজরাজপুরদক্ষিন-পশ্চিম কাশ্মীর
কাশীবারানসীবারানসী
কুরুইন্দ্রপ্রস্থস্থানেশ্বর, দিল্লি, মিরাট
কোশলশ্রাবস্তীঅযোধ্যা
গান্ধারতক্ষশীলাপেশোয়ার ও রাওয়ালপিন্ডি
চেদিশুকতি মতিযমুনা ও নর্মদার মধ্যবর্তী স্থান
১০পাঞ্চালঅহিছত্র/কাম্পিল্যবেরিলি, বদায়ুন, ফরাক্কাবাদ
১১বৎসকৌশাম্বীএলাহাবাদ
১২বৃজিবৈশালীমজঃফরপুর(উত্তর বিহার)
১৩মগধরাজগৃহ/পাটলিপুত্রদক্ষিন বিহার/পাটনা ও গয়া
১৪মৎস্যবিরাটনগরজয়পুর, আলোয়ার ও ভরতপুর
১৫মল্লকুশিনারা/পাবাগোরক্ষপুর
১৬সূরসেনমথুরামথুরা

Leave a Comment