জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা PDF: যে বিজ্ঞানে জীব সম্পর্কিত সকল জ্ঞান লাভ করা যায় এবং যে বিদ্যায় জীবের সকল জৈবনিক ক্রিয়া সম্বন্ধে, পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক , তাদের অভিযােজন ও বিবর্তন সম্বন্ধে জানা যায় তারই নাম জীববিদ্যা।
যে সব বিজ্ঞানী জীব বিদ্যার বিভিন্ন শাখায় গবেষণা করেন তাদের জীব বিজ্ঞানী বলে। তাঁদের গবেষণা ও অনুসন্ধিৎসার ফলেই অতীতের ও বর্তমানের বহু উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে আমরা জেনেছি ও নিয়ত জানতে পারছি। বিজ্ঞানীদের নিরলস সাধনার ফলেই বিজ্ঞানের জীববিদ্যা (Biology) নামক একটি শাখার সৃষ্টি হয়েছে। এই বিজ্ঞান থেকে মানুষসহ সকল জীবদের জীবন ও জীবনের কার্যাবলী সম্বন্ধে জানা যায় বলে একে জীবনের বিজ্ঞানও বলে।
জীব বিদ্যার বিষয়ে নানা তথ্য প্রাচীন ভারতের ও গ্রিক দেশের বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায়। ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক যার পুরাে নাম জাঁ ব্যাপ্টিস্ট ডা মােনেট ল্যাম্যার্ক (Jean Baptiste de Monet Lamarck) প্রথম 1801 খ্রিস্টাব্দে ‘ Biology ‘ শব্দটির প্রণয়ন ও প্রবর্তন করেন। জীববিদ্যার বিজ্ঞান বিষয়ক সকল শব্দই নেওয়া হয়েছে গ্রিক ও ল্যাটিন ভাষা থেকে। প্রতিটি শব্দই অঙ্গের গঠনগত অথবা কাজের নির্দেশ করে। যেমন— Biology শব্দটির বিশ্লেষণ করলে পাওয়া যায় , গ্রিক শব্দ Bios এর অর্থ Life বা জীবন ; logos এর অর্থ discourse বা জ্ঞান , একত্রে জীবন সম্বন্ধে জ্ঞান।
জীববিদ্যার ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম পতঙ্গ | মাইমার |
ক্ষুদ্রতম পাখি | কিউবার হামিংবার্ড |
ক্ষুদ্রতম স্তন্যপায়ী | শ্রিউ |
ক্ষুদ্রতম বানর | গিবন |
ক্ষুদ্রতম সাপ | লেপটোটাইফ্লোপস |
ক্ষুদ্রতম মাছ | পান্ডাকা |
ক্ষুদ্রতম প্রাইমেট | লেমুর |
ক্ষুদ্রতম শ্রেণি | উভচর |
ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া | ডায়ালিস্টার |
ক্ষুদ্রতম ভাইরাস | গো-মহিষের ফুট-মাউথ |
ক্ষুদ্রতম কোশ | মাইকোপ্লাজমা |
ক্ষুদ্রতম ফাইলাম | পরিফেরা |
ক্ষুদ্রতম RBC | মাস্ক হরিণের RBC |
মানবদেহের ক্ষুদ্রতম পেশী | স্টেপিডিয়াস |
মানবদেহের ক্ষুদ্রতম অস্থি | স্টেপিস |
মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি | পিনিয়াল বডি |
জীববিদ্যার ক্ষুদ্রতম প্রশ্নোত্তর:
১. জীবজগতের ক্ষুদ্রতম পতঙ্গের নাম কি?
উত্তর: মাইমার
২. জীবজগতের ক্ষুদ্রতম পাখির নাম কি?
উত্তর: কিউবার হামিংবার্ড
৩. জীবজগতের ক্ষুদ্রতম স্তন্যপায়ীর নাম কি?
উত্তর: শ্রিউ
৪. জীবজগতের ক্ষুদ্রতম বানরের নাম কি?
উত্তর: গিবন
৫. পৃথিবীর ক্ষুদ্রতম সাপ কোনটি?
উত্তর: লেপটোটাইফ্লোপস
৬. ক্ষুদ্রতম মাছ কোনটি?
উত্তর: পান্ডাকা
৭. ক্ষুদ্রতম প্রাইমেটের নাম কি?
উত্তর: লেমুর
৮. জীবজগতের ক্ষুদ্রতম শ্রেণি কোনটি?
উত্তর: উভচর
৯. ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কোনটি?
উত্তর: ডায়ালিস্টার
১০. ক্ষুদ্রতম ভাইরাস কোনটি?
উত্তর: গো-মহিষের ফুট-মাউথ
১১. জীবজগতের ক্ষুদ্রতম কোষের নাম কি?
উত্তর: মাইকোপ্লাজমা
১২. ক্ষুদ্রতম ফাইলাম কোনটি?
উত্তর: পরিফেরা
১৩. ক্ষুদ্রতম RBC কোনটি?
উত্তর: মাস্ক হরিণের RBC
১৪. মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি?
উত্তর: স্টেপিডিয়াস
১৫. মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি?
উত্তর: স্টেপিস
১৬. মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি নাম কি?
উত্তর: পিনিয়াল বডি
জীববিদ্যার বৃহত্তম
সর্ববৃহৎ স্থলজ স্তন্যপায়ী | হাতি |
সর্ববৃহৎ জলজ স্তন্যপায়ী | নীলতিমি |
দীর্ঘতম স্তন্যপায়ী | জিরাফ |
সর্ববৃহৎ পাখি | উটপাখি |
বৃহত্তম ডিম | উটপাখির ডিম |
সর্ববৃহৎ মাছ | Rhainodom typus |
সর্ববৃহৎ সাপ | ময়াল (Python) |
বৃহত্তম গিরগিটি | ভ্যারনাস |
বৃহত্তম বাদুড় | টেরোপাস |
বৃহত্তম মাংসাশী প্রাণী | অস্ট্রেলিয়ার ভাল্লুক |
বৃহত্তম প্রাইমেট | গরিলা |
বৃহত্তম জীবন্ত সরীসৃপ | কচ্ছপ |
সর্ববৃহৎ ব্যাঙ | আফ্রিকার সোনা ব্যাঙ |
সবচেয়ে বেশি বিষধর সাপ (ভারতের) | King kobra (মেরুদন্ডী) |
সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণী | জায়ান্ট স্কুইড |
বৃহত্তম পর্ব | সন্ধিপদ |
বৃহত্তম জীবাশ্ম | Gigan thasaurus |
সর্ববৃহৎ চোখ | ঘোড়া (মেরুদন্ডী), স্কুইড (অমেরুদন্ডী) |
সর্ববৃহৎ mollusc | জায়ান্ট স্কুইড |
বৃহত্তম ভাইরাস | পক্স ভাইরাস |
বৃহত্তম RBC | হাতির RBC |
সর্ববৃহৎ কোশ | উটপাখির ডিম |
মানবদেহের দীর্ঘতম কোশ | স্নায়ুকোশ |
মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি | যকৃৎ |
মানবদেহের সর্ববৃহৎ অন্তক্ষরা গ্রন্থি | থাইরয়েড |
মানবদেহের সর্ববৃহৎ হাড় | ফিমার |
মানবদেহের দীর্ঘতম পেশী | সাইটোরিয়াস |
মানবদেহের বৃহত্তম পেশী | গ্লুটিয়াস |
মানবদেহের সর্ববৃহৎ ধমনী | উদর মহাধমনী |
মানবদেহের সর্ববৃহৎ শিরা | নিম্ন মহাশিরা |
মানবদেহের দীর্ঘতম নার্ভ / স্নায়ু | সায়াটিক নার্ভ |
জীববিদ্যার বৃহত্তম প্রশ্নোত্তর:
১. জীবজগতের বৃহত্তম স্থলজ স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উত্তর: হাতি
২. জীবজগতের বৃহত্তম জলজ স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উত্তর: নীলতিমি
৩. জীবজগতের দীর্ঘতম স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উত্তর: জিরাফ
৪. বৃহত্তম পাখির নাম কি?
উত্তর: উটপাখি
৫. বৃহত্তম ডিম কোনটি?
উত্তর: উটপাখির ডিম
৬. জীবজগতের বৃহত্তম মাছের নাম কি?
উত্তর: Rhainodom typus
৭. জীবজগতের বৃহত্তম সাপের নাম কি?
উত্তর: ময়াল (Python)
৮. বৃহত্তম গিরগিটি কোনটি?
উত্তর: ভ্যারনাস
৯. বৃহত্তম বাদুড় কোনটি?
উত্তর: টেরোপাস
১০. জীবজগতের বৃহত্তম মাংসাশী প্রাণীর নাম কি?
উত্তর: অস্ট্রেলিয়ার ভাল্লুক
১১. বৃহত্তম প্রাইমেটের নাম কি?
উত্তর: গরিলা
১২. বৃহত্তম জীবন্ত সরীসৃপের নাম কি?
উত্তর: কচ্ছপ
১৩. সর্ববৃহৎ ব্যাঙ কোনটি?
উত্তর: আফ্রিকার সোনা ব্যাঙ
১৪. ভারতের সবচেয়ে বেশি বিষধর সাপের নাম কি?
উত্তর: King kobra
১৫. প্রাণীজগতের সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণীর নাম কি?
উত্তর: জায়ান্ট স্কুইড
১৬. জীবজগতের সর্ববৃহৎ পর্ব কোনটি?
উত্তর: সন্ধিপদ
১৭. বৃহত্তম জীবাশ্ম কোনটি?
উত্তর: Gigan thasaurus
১৮. প্রাণীজগতের সর্ববৃহৎ চোখ রয়েছে কোন প্রাণীর?
উত্তর: ঘোড়া (মেরুদন্ডী), স্কুইড (অমেরুদন্ডী)
১৯. বৃহত্তম ভাইরাস কোনটি?
উত্তর: পক্স ভাইরাস
২০. বৃহত্তম RBC কোনটি?
উত্তর: হাতির RBC
২১. জীবজগতের সর্ববৃহৎ কোশ কোনটি?
উত্তর: উটপাখির ডিম
২২. মানুষের দীর্ঘতম কোশ কোনটি?
উত্তর: স্নায়ুকোশ
২৩. মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?
উত্তর: যকৃৎ
২৪. মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি?
উত্তর: থাইরয়েড
২৫. মানবদেহের বৃহত্তম হাড় কোনটি?
উত্তর: ফিমার
২৬. মানবদেহের দীর্ঘতম পেশী কোনটি?
উত্তর: সাইটোরিয়াস
২৭. মানবদেহের বৃহত্তম পেশী কোনটি?
উত্তর: গ্লুটিয়াস
২৮. মানবদেহের সর্ববৃহৎ ধমনী কোনটি?
উত্তর: উদর মহাধমনী
২৯. মানবদেহের সর্ববৃহৎ শিরা কোনটি?
উত্তর: নিম্ন মহাশিরা
৩০. মানবদেহের দীর্ঘতম নার্ভ বা স্নায়ু কোনটি?
উত্তর: সায়াটিক নার্ভ