জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা PDF

Rate this post

জীববিদ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তম তালিকা PDF: যে বিজ্ঞানে জীব সম্পর্কিত সকল জ্ঞান লাভ করা যায় এবং যে বিদ্যায় জীবের সকল জৈবনিক ক্রিয়া সম্বন্ধে, পরিবেশের সঙ্গে তাদের সম্পর্ক , তাদের অভিযােজন ও বিবর্তন সম্বন্ধে জানা যায় তারই নাম জীববিদ্যা।

যে সব বিজ্ঞানী জীব বিদ্যার বিভিন্ন শাখায় গবেষণা করেন তাদের জীব বিজ্ঞানী বলে। তাঁদের গবেষণা ও অনুসন্ধিৎসার ফলেই অতীতের ও বর্তমানের বহু উদ্ভিদ ও প্রাণী সম্বন্ধে আমরা জেনেছি ও নিয়ত জানতে পারছি। বিজ্ঞানীদের নিরলস সাধনার ফলেই বিজ্ঞানের জীববিদ্যা (Biology) নামক একটি শাখার সৃষ্টি হয়েছে। এই বিজ্ঞান থেকে মানুষসহ সকল জীবদের জীবন ও জীবনের কার্যাবলী সম্বন্ধে জানা যায় বলে একে জীবনের বিজ্ঞানও বলে।

জীব বিদ্যার বিষয়ে নানা তথ্য প্রাচীন ভারতের ও গ্রিক দেশের বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায়। ফরাসি বিজ্ঞানী ল্যামার্ক যার পুরাে নাম জাঁ ব্যাপ্টিস্ট ডা মােনেট ল্যাম্যার্ক (Jean Baptiste de Monet Lamarck) প্রথম 1801 খ্রিস্টাব্দে ‘ Biology ‘ শব্দটির প্রণয়ন ও প্রবর্তন করেন। জীববিদ্যার বিজ্ঞান বিষয়ক সকল শব্দই নেওয়া হয়েছে গ্রিক ও ল্যাটিন ভাষা থেকে। প্রতিটি শব্দই অঙ্গের গঠনগত অথবা কাজের নির্দেশ করে। যেমন— Biology শব্দটির বিশ্লেষণ করলে পাওয়া যায় , গ্রিক শব্দ Bios এর অর্থ Life বা জীবন ; logos এর অর্থ discourse বা জ্ঞান , একত্রে জীবন সম্বন্ধে জ্ঞান।

জীববিদ্যার ক্ষুদ্রতম

ক্ষুদ্রতম পতঙ্গমাইমার
ক্ষুদ্রতম পাখিকিউবার হামিংবার্ড
ক্ষুদ্রতম স্তন্যপায়ীশ্রিউ
ক্ষুদ্রতম বানরগিবন
ক্ষুদ্রতম সাপলেপটোটাইফ্লোপস
ক্ষুদ্রতম মাছপান্ডাকা
ক্ষুদ্রতম প্রাইমেটলেমুর
ক্ষুদ্রতম শ্রেণিউভচর
ক্ষুদ্রতম ব্যাকটেরিয়াডায়ালিস্টার
ক্ষুদ্রতম ভাইরাসগো-মহিষের ফুট-মাউথ
ক্ষুদ্রতম কোশমাইকোপ্লাজমা
ক্ষুদ্রতম ফাইলামপরিফেরা
ক্ষুদ্রতম RBCমাস্ক হরিণের RBC
মানবদেহের ক্ষুদ্রতম পেশীস্টেপিডিয়াস
মানবদেহের ক্ষুদ্রতম অস্থিস্টেপিস
মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থিপিনিয়াল বডি

জীববিদ্যার ক্ষুদ্রতম প্রশ্নোত্তর:

১. জীবজগতের ক্ষুদ্রতম পতঙ্গের নাম কি? 

উত্তর: মাইমার

২. জীবজগতের ক্ষুদ্রতম পাখির নাম কি? 

উত্তর: কিউবার হামিংবার্ড

৩. জীবজগতের ক্ষুদ্রতম স্তন্যপায়ীর নাম কি?

উত্তর: শ্রিউ

৪. জীবজগতের ক্ষুদ্রতম বানরের নাম কি?

উত্তর: গিবন

৫. পৃথিবীর ক্ষুদ্রতম সাপ কোনটি?

উত্তর: লেপটোটাইফ্লোপস

৬. ক্ষুদ্রতম মাছ কোনটি?

উত্তর: পান্ডাকা

৭. ক্ষুদ্রতম প্রাইমেটের নাম কি?

উত্তর: লেমুর

৮. জীবজগতের ক্ষুদ্রতম শ্রেণি কোনটি?

উত্তর: উভচর

৯. ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া কোনটি?

উত্তর: ডায়ালিস্টার

১০. ক্ষুদ্রতম ভাইরাস কোনটি?

উত্তর: গো-মহিষের ফুট-মাউথ

১১. জীবজগতের ক্ষুদ্রতম কোষের নাম কি?

উত্তর: মাইকোপ্লাজমা

১২. ক্ষুদ্রতম ফাইলাম কোনটি?

উত্তর: পরিফেরা

১৩. ক্ষুদ্রতম RBC কোনটি?

উত্তর: মাস্ক হরিণের RBC

১৪. মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি?

উত্তর: স্টেপিডিয়াস

১৫. মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি?

উত্তর: স্টেপিস

১৬. মানবদেহের ক্ষুদ্রতম গ্রন্থি নাম কি?

উত্তর: পিনিয়াল বডি

জীববিদ্যার বৃহত্তম

সর্ববৃহৎ স্থলজ স্তন্যপায়ীহাতি
সর্ববৃহৎ জলজ স্তন্যপায়ীনীলতিমি
দীর্ঘতম স্তন্যপায়ীজিরাফ
সর্ববৃহৎ পাখিউটপাখি
বৃহত্তম ডিমউটপাখির ডিম
সর্ববৃহৎ মাছRhainodom typus
সর্ববৃহৎ সাপময়াল (Python)
বৃহত্তম গিরগিটিভ্যারনাস
বৃহত্তম বাদুড়টেরোপাস
বৃহত্তম মাংসাশী প্রাণীঅস্ট্রেলিয়ার ভাল্লুক
বৃহত্তম প্রাইমেটগরিলা
বৃহত্তম জীবন্ত সরীসৃপকচ্ছপ
সর্ববৃহৎ ব্যাঙআফ্রিকার সোনা ব্যাঙ
সবচেয়ে বেশি বিষধর সাপ (ভারতের)King kobra (মেরুদন্ডী)
সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণীজায়ান্ট স্কুইড
বৃহত্তম পর্বসন্ধিপদ
বৃহত্তম জীবাশ্মGigan thasaurus
সর্ববৃহৎ চোখঘোড়া (মেরুদন্ডী), স্কুইড (অমেরুদন্ডী)
সর্ববৃহৎ molluscজায়ান্ট স্কুইড
বৃহত্তম ভাইরাসপক্স ভাইরাস
বৃহত্তম RBCহাতির RBC
সর্ববৃহৎ কোশউটপাখির ডিম
মানবদেহের দীর্ঘতম কোশস্নায়ুকোশ
মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থিযকৃৎ
মানবদেহের সর্ববৃহৎ অন্তক্ষরা গ্রন্থিথাইরয়েড
মানবদেহের সর্ববৃহৎ হাড়ফিমার
মানবদেহের দীর্ঘতম পেশীসাইটোরিয়াস
মানবদেহের বৃহত্তম পেশী গ্লুটিয়াস
মানবদেহের সর্ববৃহৎ ধমনীউদর মহাধমনী
মানবদেহের সর্ববৃহৎ শিরানিম্ন মহাশিরা
মানবদেহের দীর্ঘতম নার্ভ / স্নায়ুসায়াটিক নার্ভ

জীববিদ্যার বৃহত্তম প্রশ্নোত্তর:

১. জীবজগতের বৃহত্তম স্থলজ স্তন্যপায়ী প্রাণীর নাম কি?

উত্তর: হাতি

২. জীবজগতের বৃহত্তম জলজ স্তন্যপায়ী প্রাণীর নাম কি?

উত্তর: নীলতিমি

৩. জীবজগতের দীর্ঘতম স্তন্যপায়ী প্রাণীর নাম কি?

উত্তর: জিরাফ

৪. বৃহত্তম পাখির নাম কি?

উত্তর: উটপাখি

৫. বৃহত্তম ডিম কোনটি?

উত্তর: উটপাখির ডিম

৬. জীবজগতের বৃহত্তম মাছের নাম কি?

উত্তর: Rhainodom typus

৭. জীবজগতের বৃহত্তম সাপের নাম কি?

উত্তর: ময়াল (Python)

৮. বৃহত্তম গিরগিটি কোনটি?

উত্তর: ভ্যারনাস

৯. বৃহত্তম বাদুড় কোনটি?

উত্তর: টেরোপাস

১০. জীবজগতের বৃহত্তম মাংসাশী প্রাণীর নাম কি?

উত্তর: অস্ট্রেলিয়ার ভাল্লুক

১১. বৃহত্তম প্রাইমেটের নাম কি?

উত্তর: গরিলা

১২. বৃহত্তম জীবন্ত সরীসৃপের নাম কি?

উত্তর: কচ্ছপ

১৩. সর্ববৃহৎ ব্যাঙ কোনটি?

উত্তর: আফ্রিকার সোনা ব্যাঙ

১৪. ভারতের সবচেয়ে বেশি বিষধর সাপের নাম কি?

উত্তর: King kobra

১৫. প্রাণীজগতের সর্ববৃহৎ অমেরুদন্ডী প্রাণীর নাম কি?

উত্তর: জায়ান্ট স্কুইড

১৬. জীবজগতের সর্ববৃহৎ পর্ব কোনটি?

উত্তর: সন্ধিপদ

১৭. বৃহত্তম জীবাশ্ম কোনটি?

উত্তর: Gigan thasaurus

১৮. প্রাণীজগতের সর্ববৃহৎ চোখ রয়েছে কোন প্রাণীর?

উত্তর: ঘোড়া (মেরুদন্ডী), স্কুইড (অমেরুদন্ডী)

১৯. বৃহত্তম ভাইরাস কোনটি?

উত্তর: পক্স ভাইরাস

২০. বৃহত্তম RBC কোনটি?

উত্তর: হাতির RBC

২১. জীবজগতের সর্ববৃহৎ কোশ কোনটি?

উত্তর: উটপাখির ডিম

২২. মানুষের দীর্ঘতম কোশ কোনটি?

উত্তর: স্নায়ুকোশ

২৩. মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি?

উত্তর: যকৃৎ

২৪. মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি?

উত্তর: থাইরয়েড

২৫. মানবদেহের বৃহত্তম হাড় কোনটি?

উত্তর: ফিমার

২৬. মানবদেহের দীর্ঘতম পেশী কোনটি?

উত্তর: সাইটোরিয়াস

২৭. মানবদেহের বৃহত্তম পেশী কোনটি?

উত্তর: গ্লুটিয়াস

২৮. মানবদেহের সর্ববৃহৎ ধমনী কোনটি?

উত্তর: উদর মহাধমনী

২৯. মানবদেহের সর্ববৃহৎ শিরা কোনটি?

উত্তর: নিম্ন মহাশিরা

৩০. মানবদেহের দীর্ঘতম নার্ভ বা স্নায়ু কোনটি?

উত্তর: সায়াটিক নার্ভ

Leave a Comment