মৃত্তিকা অম্লত্ব হওয়ার কারণ কি? মাটির পিএইচ: যে মৃত্তিকার pH এর মান৭.০ এর কম সে মৃত্তিকাকে অম্ল মৃত্তিকা বলে। মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি হলে মাটিতে অম্লত্বের সৃষ্টি হয়।
মৃত্তিকায় হাইড্রোজেন আয়ন ও অ্যালুমিনিয়াম আয়নের পরিমান বেশি থাকলে মৃত্তিকাকে আম্লিক হিসাবে ধরা হয়। আম্লিক মৃত্তিকার pH এর মান ৭ এর কম হয়। প্রধানত চারটি কারণে মৃত্তিকা আম্লিক চরিত্রের হয় বা মৃত্তিকা অম্লত্ব নির্ভর করে। মৃত্তিকার অম্লত্বের কারণ গুলি নিম্নে বর্ননা করা হল।
১. বৃষ্টিপাত ও ধৌত করন – যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে সেখানে সাধারণত আম্লিক মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রবণতা থাকে কারণ বৃষ্টিপাত বেশি হওয়ার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও সোডিয়াম জাতীয় ক্ষারকীয় পদার্থ গুলি সহজেই বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে ধৌত প্রক্রিয়ায় মৃত্তিকার ওপরের স্তর থেকে অপসারিত হয়ে গেলে কেবল মাত্র আম্লিক পদার্থ গুলি ভূপৃষ্টের ওপর পরে থেকে মৃত্তিকার অম্লত্বকে বাড়িয়ে দেয় ।
২. আদিশিলা – মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ভর করে প্রধানত আদি শিলার উপর। যেমন গ্রানাইট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকা আম্লিক চরিত্রের হয়।
৩. জৈব পদার্থের পরিমান হ্রাস – সাধারণত জৈব পদার্থ সমৃদ্ধ মাটি ক্ষারকীয় চরিত্রের হয়, তাই অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় মৃত্তিকার ওপরের স্তর থেকে জৈব পদার্থ অপসারিত হলে মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমান বৃদ্ধি পায় যা মৃত্তিকাকে আম্লিক করে।
৪. ফসল উৎপাদন – উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি মৌল গুলির মধ্যে অন্যতম হল লাইমস্টোন বা চুন, চুনের উপস্থিতি মৃত্তিকাকে ক্ষারকীয় করে কিন্তু উদ্ভিদ দ্বারা চুন জাতীয় পদার্থের গ্রহন মৃত্তিকার ক্ষারকীয়তাকে কমিয়ে অম্লত্ব বৃদ্ধিতে সাহায্য করে।