ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা – Sondhi o Chukti: সাধারণ আইন ব্যবস্থায়, একটি চুক্তি, যেখানে আইনের বিষয়াদির উপস্থিতি থা্কে, হচ্ছে দুই বা তার অধিক ব্যক্তিবর্গের মাঝে পারস্পরিক বোঝাপড়া থাকে। এই দুই পক্ষ নিজেদের আইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে সচেষ্ট থাকে। একটি চুক্তির উপাদানগুলো হলো, কোন ‘প্রতিযোগীর’ দ্বারা ‘প্রস্তাব দেওয়া’ এবং ‘গ্রহণ করা’, যেখানে তাদের ‘বিবেচনা বা কনসিডারেশন’ বিনিময় করে ‘পারষ্পারিক বাধ্যবাধকতা’ তৈরি করতে আইনের সম্মতি রয়েছে।
আজ ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তির তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধি গুলির সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ইতিহাসের অন্যতম অধ্যায় হিসাবে স্বাক্ষরিত চুক্তির তালিকা থেকে প্রতিবছরই একটা হলেও প্রশ্ন পরীক্ষায় আসে। যেমন- বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ইত্যাদি।
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি তালিকা – Sondhi o Chukti
সন্ধি – চুক্তি | সাল | অংশগ্রহকারী |
---|---|---|
পুরন্দরের সন্ধি | ১৬৬৫ | শিবাজি ও মুঘল সেনাপতি জয়সিংহ |
ওয়ারনার সন্ধি | ১৭৩১ | দ্বিতীয় শম্ভুজি ও শাহু |
লা-ল্যাপেলের সন্ধি | ১৭৪৮ | ইংরেজ ও ফরাসি |
আলিনগরের সন্ধি | ১৭৫৭ | সিরাজ-উদ-দৌলা ও রবার্ট ক্লাইভ |
প্যারিসের সন্ধি | ১৭৬৩ | ইংরেজ ও ফরাসি |
মাদ্রাজের সন্ধি | ১৭৬৯ | হায়দার আলী ও ইংরেজ |
ওয়াড়গাঁওয়ের সন্ধি | ১৭৭৫ | মারাঠা ও ব্রিটিশ |
সলবাইয়ের সন্ধি | ১৭৮২ | ইংরেজ ও মারাঠা |
ম্যাঙ্গালোর সন্ধি | ১৭৮৪ | টিপু সুলতান ও ইংরেজ |
শ্রীরঙ্গপত্তনমের সন্ধি | ১৭৯২ | টিপু সুলতান ও ইংরেজ |
বেসিনের সন্ধি | ১৮০২ | পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি |
দেওগাঁও সন্ধি | ১৮০৩ | ইংরেজ ও সিন্ধিয়া |
লাহোর সন্ধি | ১৮০৬ | রঞ্জিত সিংহ ও ইংরেজ সেনাপতি |
অমৃতসর সন্ধি | ১৮০৯ | রঞ্জিত সিংহ ও চার্লস মেটকাফ |
সগৌলির সন্ধি | ১৮১৬ | নেপালরাজ অমর সিংহ থাপা ও ইংরেজদের মধ্যে |
যান্দাবুর সন্ধি | ১৮২৬ | পাগিদোয়া ও ইংরেজ |
লক্ষ্ণৌ চুক্তি | ১৯১৬ | কংগ্রেস ও মুসলিম লিগ |
গান্ধী-আরউইন চুক্তি | ১৯৩১ | মহত্মা গান্ধী ও লর্ড আরউইন |
পুনা চুক্তি | ১৯৩২ | বি. আর. আম্বেদকর ও মহত্মা গান্ধী |