অষ্টম শ্রেণীর ভূগোল দক্ষিণ আমেরিকা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Rate this post

অষ্টম শ্রেণীর ভূগোল দক্ষিণ আমেরিকা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: দক্ষিণ আমেরিকা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। মহাদেশটির আয়তন ১,৭৮,২০,৯০০ বর্গকিলোমিটার, যা পৃথিবীর মোট স্থলভাগের ১২%। আয়তনের দিকে থেকে এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার পরেই এর স্থান। বিষুবরেখা ও মকরক্রান্তির দুই পাশ জুড়ে এর বিস্তৃতি। মহাদেশটি উত্তরে পানামা স্থলযোটকের মাধ্যমে মধ্য ও উত্তর আমেরিকার সাথে যুক্ত। উত্তরে ক্যারিবীয় সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত মহাদেশটির দৈর্ঘ্য ৭,৪০০ কিলোমিটার। আর পূর্ব-পশ্চিমে এর সর্বোচ্চ দৈর্ঘ্য, আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত ব্রাজিলের পুন্তা দু সেইক্সাস থেকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত পেরুর পুন্তা পারিনিয়াস পর্যন্ত, ৫,১৬০ কিলোমিটার।

এই মহাদেশে ১২টি রাষ্ট্র আছে। এদের মধ্যে ১০টি রাষ্ট্র লাতিন: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, এবং ভেনেজুয়েলা।

অষ্টম শ্রেণীর ভূগোল দক্ষিণ আমেরিকা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – South America Questions and Answers

১)পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম কি?

উঃ দক্ষিণ আমেরিকা।

২) দক্ষিণ আমেরিকা মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?

উঃ দক্ষিণ গোলার্ধে।

৩) দক্ষিণ আমেরিকা মহাদেশের আকৃতি কেমন?

উঃত্রিভুজের মতো।

৪) দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন কত?

উঃ 17814000 বর্গকিমি।

৫)দক্ষিণ আমেরিকা মহাদেশের আয়তন ভারতের আয়তনের থেকে কত গুণ বেশি?

উঃ পাঁচগুণ।

৬)কোন পোর্তুগিজ নাবিকের অভিযানের ফলে দক্ষিণ আমেরিকা মহাদেশের কথা জানা যায়?

উঃ আমেরিকা ভেসপুচি।

৭)দক্ষিণ আমেরিকা মহাদেশের অক্ষাংশগত অবস্থান লেখো।

উঃ উত্তরে 12°28′ উঃ অক্ষাংশ থেকে দক্ষিনে 55°59′ দঃ অক্ষাংশ পর্যন্ত।

৮)দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্রাঘিমাংশগত অবস্থান লেখ।

উঃ পূর্বে 34°50′ পশ্চিম দ্রাঘিমাংশ থেকে পশ্চিমে 81°20′ পশ্চিম দ্রাঘিমাংশ পর্যন্ত।

৯)দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ও পূর্বদিকে কোন মহাসাগর অবস্থিত?

উঃ আটলান্টিক মহাসাগর।

১০)দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে কোন মহাসাগর অবস্থিত?

উঃ প্রশান্ত মহাসাগর।

১১)দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ দিকে কোন মহাসাগরে অবস্থিত?

উঃ কুমেরু মহাসাগর।

১২)কোন খাল উত্তর আমেরিকা মহাদেশকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে?

উঃ পানামা খাল।

১৩)দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান নদীর নাম কি?

উঃ আমাজন নদী।

১৪) পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?

উঃ আমাজন নদী।

১৫)দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি?

উঃ আন্দিজ পর্বতশ্রেণী।

১৬) পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি?

উঃ আন্দিজ পর্বত শ্রেণী।

১৭)দক্ষিণ আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?

উঃ আন্দিজ পর্বতের অ্যাকোনকাগুয়া (6962মিটার)।

১৮)দক্ষিণ আমেরিকা মহাদেশে মোট কয়টি দেশ আছে?

উঃ 13 টি।

১৯)দক্ষিণ আমেরিকা মহাদেশের কয়েকটি দেশের নাম লেখ?

উঃআর্জেন্টিনা, ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া, পেরু, চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ইত্যাদি।

২০)দক্ষিণ আমেরিকা মহাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নাম লেখ?

উঃ ব্রাজিলের রিও-ডি-জেনিরো, চিলির সান্টিয়াগো, উরুগুয়ের মন্টে ভিডিও, ইকুয়েডরের কুইটো, আর্জেন্টিনার বুয়েনস্ এয়ার্স।

২১)লাতিন আমেরিকা কাকে বলে?

উঃদক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একত্রে লাতিন আমেরিকা বলা হয়।

২২)পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি?

উঃ অ্যাঞ্জেল জলপ্রপাত।

২৩)পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

উঃ ওরিনোকো নদী।

২৪)অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত?

উঃ ভেনেজুয়েলা।

২৫) অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা কত?

উঃ প্রায় 900 মিটার।

২৬) পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি?

উঃ টিটিকাকা।

২৭)টিটিকাকা হ্রদ কোন দেশে অবস্থিত?

উঃ পেরু ও বলিভিয়া।

২৮)টিটিকাকা হ্রদের উচ্চতা কত?

উঃ প্রায় 3810 মিটার।

২৯)প্রাচীনকালে কোথায় মায়া সভ্যতার বিকাশ ঘটেছিল?

উ দক্ষিণ আমেরিকা মহাদেশের গুয়াতেমালা দেশে।

৩০)ভূ-প্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?

উঃচার ভাগের, যথা-পশ্চিমের পার্বত্য অঞ্চল, পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল ও মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল।

৩১)পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি?

উঃ আন্দিজ পর্বতশ্রেণী।

৩২)দক্ষিণ আমেরিকা মহাদেশের কয়েকটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখ।

উঃবলিভিয়া মালভূমি, ইকুয়েডর মালভূমি, পেরু মালভূমি, টিটিকাকা মালভূমি।

৩৩)পৃথিবীর স্থলভাগে অবস্থিত উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি?

উঃ মাউন্ট চিম্বোরাজো। (৬২৬৮ মিটার)।

৩৪)পৃথিবীর স্থলভাগে অবস্থিত দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি?

উঃ মাউন্ট কটোপ্যাক্সি( ৫৮৯৭ মিঃ)।

৩৫) আটাকামা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?

উঃ দক্ষিণ আমেরিকা।

৩৬) আটাকামা মরুভূমির দৈর্ঘ্য কত?

উঃ প্রায় ১১০০ কিমি।

৩৭)দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্বের উচ্চভূমি অঞ্চলের দুটি উচ্চভূমির নাম লেখো।

উঃ গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমি।

৩৮)দক্ষিণ আমেরিকার পূর্বের উচ্চভূমি অঞ্চল ভারতের কোন মালভূমির সমসাময়িক?

উঃ দাক্ষিণাত্য মালভূমি।

৩৯)দক্ষিণ আমেরিকার পূর্বের উচ্চভূমি অঞ্চল উত্তর আমেরিকার কোন মালভূমি অঞ্চলের সমসাময়িক?

উঃ কানাডিও শিল্ড অঞ্চল।

৪০)কোন নদী দ্বারা গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমি বিভক্ত ?

উঃ আমাজন নদী।

৪১)গায়ানা উচ্চভূমির গড় উচ্চতা কত?

উঃ প্রায় ৮০০ মিটার।

৪২) কোন কোন দেশজুড়ে গায়না উচ্চভূমি বিস্তৃত?

উঃ গায়ানা, ফ্রেঞ্চ গায়ানা, ভেনেজুয়েলা ও সুরিনাম।

৪৩)পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল কোন উচ্চভূমিতে অবস্থিত?

উঃ গায়ানা।

৪৪)গায়না উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ রোরোইমা (২৭৬৯ মিঃ)

৪৫) গায়ানা উচ্চভূমি কোন দিকে ঢালু?

উঃ উত্তর ও পূর্ব উপকূলের দিকে।

৪৬)গায়না উচ্চভূমি আমাজন নদীর কোন দিকে অবস্থিত?

উঃ উত্তর দিকে।

৪৭)ব্রাজিল উচ্চভূমি আমাজন নদীর কোন দিকে অবস্থিত?

উঃ দক্ষিণ দিকে।

৪৮) ব্রাজিল উচ্চভূমির গড় উচ্চতা কত?

উঃ প্রায় ১০০০ মিটার।

৪৯) ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ পিকো-ডো-বানডাইরা।

৫০)ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত?

উঃ ম্যাটোগ্রাসো মালভূমি।

৫১)কোন মালভূমি আমাজন ও লা-প্লাটা নদীর জল বিভাজিকা হিসাবে অবস্থান করছে?

উঃ ম্যাটোগ্রাসো মালভূমি।

৫২) দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমি অঞ্চলের মাঝে অবস্থিত সমভূমি অঞ্চলের নাম কি?

উঃ মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল।

৫৩)দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল কোন কোন নদীর সম্মিলিত অববাহিকা অঞ্চল?

উঃওরিনোকো, আমাজন, লা-প্লাটা, পারবানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

৫৪)দক্ষিণ আমেরিকার কোন নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি অবস্থিত?

উঃ ওরিনাকো নদী।

৫৫)দক্ষিণ আমেরিকার কোন নদীর অববাহিকায় সেলভা সমভূমি অবস্থিত?

উঃ আমাজন নদী।

৫৬)দক্ষিণ আমেরিকার কোন নদীর অববাহিকায় গ্রানচাকো সমভূমি অবস্থিত?

উঃ পারানা-প্যারাগুয়ে।

৫৭)দক্ষিণ আমেরিকার কোন নদীর অববাহিকায় পম্পাস সমভূমি অবস্থিত?

উঃ লা-প্লাটা।

৫৮) দক্ষিণ আমেরিকার বৃহত্তম সমভূমির নাম কি?

উঃ সেলভা সমভূমি।

৫৯) পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্যের নাম কি?

উঃ সেলভা অরণ্য।

৬০)দক্ষিণ আমেরিকা মহাদেশের দুটি তৃণভূমি অঞ্চলের নাম লেখ?

উঃ ল্যানোস তৃণভূমি ও পম্পাস তৃণভূমি।

৬১) পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি?

উঃ আমাজন নদী।

৬২)পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি?

উঃ আমাজন নদীর অববাহিকা।

৬৩)পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি?

উঃ আমাজন নদী।

৬৪)আমাজন নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ আন্দিজ পর্বতের মিশমি শৃঙ্গ থেকে।

৬৫) আমাজন নদীর দৈর্ঘ্য কত?

উঃপ্রায় ৬৪০০ কিমি।

৬৬)আমাজন নদীর কয়েকটি উপনদীর নাম লেখো।

উঃ জুরুয়া, পুরুস, জিঙ্গু, মাদিরা।

৬৭)আমাজন নদী কোন স্থানে পতিত হয়েছে?

উঃ উত্তর আটলান্টিক মহাসাগরের।

৬৮)দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি?

উঃ আমাজন নদী।

৬৯)দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নদীর নাম কী?

উঃ আমাজন নদী।

৭০)ওরিনোকো নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ গায়ানা উচ্চভূমির পারিমা পর্বত থেকে।

৭১)ওরিনোকো নদীর দৈর্ঘ্য কত?

উঃ প্রায় ২১৪০ কিমি।

৭২)ওরিনোকো নদীর প্রধান প্রধান উপনদীগুলির নাম কি?

উঃ ক্যারোনি, মেতা, জাপুরে।

৭৩)ওরিনোকো নদী কোন মহাসাগরে পতিত হয়েছে?

উঃ আটলান্টিক মহাসাগর।

৭৪)ওরিনোকো নদীর ওপর অবস্থিত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি?

উঃ অ্যাঞ্জেল জলপ্রপাত।

৭৫)কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম লা-প্লাটা নদী?

উঃ পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

৭৬)লা-প্লাটা নদীর দৈর্ঘ্য কত?

উঃ প্রায় ৩৫০০ কিমি।

৭৭)পারানা ও প্যারাগুয়ে নদীর নাম কি?

উঃ পারানা।

৭৮)লা-প্লাটা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে?

উঃ আটলান্টিক মহাসাগর।

৭৯)লা-প্লাটা নদী মোহনার কাছে কোন নামে পরিচিত?

উঃ রিও-ডি-লা-প্লাটা।

৮০)দক্ষিণ আমেরিকার কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে?

উঃ ওরিনোকো।

৮১)দক্ষিণ আমেরিকার নদীগুলির কয়েকটি বৈশিষ্ট্য লেখ?

উঃদক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। এখানকার অধিকাংশ নদী দৈর্ঘ্য ও আয়তনে বিশাল, বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট বলে চিরপ্রবাহী, অধিকাংশ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি।

৮২) আমাজন নদী অববাহিকার আয়তন কত?

উঃ প্রায় ৭০,৫০,০০০ বর্গকিমি।

৮৩) আমাজন নদীর কতগুলি উপনদী আছে?

উঃ প্রায় ১০০০ এর বেশি।

Leave a Comment