বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th সেপ্টেম্বর 2023 | Speedy Current Affairs 2023 16th September

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 2023 16th September থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Speedy Current Affairs 2023 16th September যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th সেপ্টেম্বর 2023 | Speedy Current Affairs 2023 16th September

1. ফিরোজপুরে সারাগারহী মেমোরিয়ালের শিলান্যাস করলেন পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভাগওয়ান্ত সিং মান।

2. Data-driven এগ্রিকালচারাল ইনোভেশনের জন্য নাবার্ড এবং UNDP ইন্ডিয়া জোটবদ্ধ হলো।

3. ক্লাউড টেকনোলজির সাথে AI ক্যাপাবিলিটি বাড়াতে আমাজনের AWS, ISRO এর সাথে জোটবদ্ধ হলো।

4. পাঞ্জাবের মোহালিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং “Mission Intensified IndraDhanush” 5.0 লঞ্চ করলেন।

5. এন্টারটেইনমেন্ট পলিসি কাউন্সিলের চেয়ারপার্সন পদে অভিনেত্রী মিতা বশিষ্ট কে নিযুক্ত করলো হরিয়ানা সরকার।

6. ইউনিভার্সাল হেল্থ কভারেজের জন্য ভার্চুয়ালি আয়ুষ্মান ভাব ক্যাম্পেইন লঞ্চ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

7. নাসার MOXIE মঙ্গলে সফলভাবে অক্সিজেন তৈরি করলো।

8. প্রতিবছর 14 ই সেপ্টেম্বর হিন্দি দিবস পালিত হয়।

9. গুজরাট এসেম্বলির ডিজিটাল হাউসের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

10. Nasscom এর ভাইস-চেয়ারম্যান পদে ভারতের সিন্ধু গঙ্গাধরন কে নিযুক্ত করা হল।

আরও পড়ুন:

Leave a Comment