SSC CGL GK 2023 Gk – SSC CGL GK Questions And Answers 2023

Rate this post

SSC CGL GK 2023 Gk – SSC CGL GK Questions And Answers 2023:

1. আমাদের দেশে জৈব চাষের জাতীয় কেন্দ্র কোথায়  অবস্থিত ?

উত্তর: গাজিয়াবাদ

2. পঞ্চায়েতি রাজ সংবিধানের কোন তালিকায় আসে ?

উত্তর: রাষ্ট্র

3. কি কারণে হীরা চকচক করে ?

উত্তর: আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

4. সেলফ ইন্ডাকট্যান্সের একক কী ?

উত্তর: হেনরি

5. হালকা সাবানের নমুনায় কী ঘটে ?

উত্তর: পটাসিয়াম

6. কোন অনুচ্ছেদে জীবন, ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার বিধান আছে ?

উত্তর: ধারা 21

7. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ?

উত্তর: ভীমরাও আম্বেদকর

8. আমাদের সংবিধানে কয়টি মূল অনুচ্ছেদ আছে ?

উত্তর: 395

9. আমাদের দেশে ফেডারেল নির্বাহী প্রধান কে ?

উত্তর: রাষ্ট্রপতি

10. ফেডারেল কাউন্সিল অফ মিনিস্টারসের প্রধান কে ?

উত্তর: প্রধানমন্ত্রী

11. হার্ট অ্যাটাকের কারণ কী ?

উত্তর: হার্টে রক্ত ​​সরবরাহের অভাব

12. আমাদের শরীরে রক্তের pH কত ?

উত্তর: কম ক্ষারীয়

13. রুবেলা ভাইরাসের কারণ কি ?

উত্তর: হাম

14. উইন্ডো সাউন্ড ফাইলের এক্সটেনশন কি ?

উত্তর: .wav

15. ওয়েলথ অফ নেশন বইটি কে লিখেছেন ?

উত্তর: অ্যাডাম স্মিথ

16. A Passage to India বইটি কে লিখেছেন ?

উত্তর: ইএম ফস্টার

17. কোন ধাতু ব্যাকটেরিয়ারোধী ?

উত্তর: তামা (তামা)

18. সোডিয়াম কোথায় জমা হয় ?

উত্তর: কেরোসিনে

19. প্ল্যাটার অফ প্যারিস থেকে তৈরি হয় ?

উত্তর: জিপসাম

20. কিভাবে পোকামাকড় এবং পাখির ডানা আছে ?

উত্তর: সমান্তরাল

21. আলটা ভিস্তা কি ?

উত্তর: খোঁজ যন্ত্র

22. ইমেইলের জনক কাকে বলা হয় ?

উত্তর: রে টমলিনসন

23. কোন রাজ্য একলব্য পুরস্কার দেয় ?

উত্তর: মধ্য প্রদেশ

24. কোন খেলায় বাটারফ্লাই স্ট্রোক শব্দটি ব্যবহৃত হয় ?

উত্তর: সাঁতারে

25. কোন খেলোয়াড় দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত ?

উত্তর: মিলখা সিং

26. কে হরিয়ানা হারিকেন নামে বিখ্যাত ?

উত্তর: কপিল দেব

27. কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক ?

উত্তর: উত্তর প্রদেশ

28. আমাদের দেশের সংবিধানের অভিভাবক কাকে বিবেচনা করা হয় ?

উত্তর: সর্বোচ্চ আদালত

29. পাতার বাষ্পীভবনকে বিজ্ঞানের ভাষায় কী বলা হয় ?

উত্তর: শ্বাসপ্রশ্বাস

30. আমাদের শরীরে কোন উপাদান সবচেয়ে বেশি ?

উত্তর: অক্সিজেন

31. শ্রীহরিকোটা দ্বীপ কোন হ্রদের কাছে অবস্থিত ?

উত্তর: পুলিকাট লেক

32. সেখানে মার্স অরবিটার মিশনের উৎক্ষেপণের নাম কী ছিল ?

উত্তর: PSLV C-25

33. আমাদের দেশের সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে ?

উত্তর: রাষ্ট্রপতি

34. আমাদের দেশে উৎপাদিত লাইট ফাইটারের নাম বলুন ?

উত্তর: তেজস

35. চাঁদে প্রথম অবতরণ করেন কে ?

উত্তর: নিল আর্মস্ট্রং

36. লীগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর: 1920

37. আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় ?

উত্তর: জেনেভা

38. জওহর টানেল কোথায় অবস্থিত ?

উত্তর: জম্মু ও কাশ্মীর

39. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?

উত্তর: রাজস্থান

40. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?

উত্তর: অন্ধ্র প্রদেশ

41. বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি ?

উত্তর: ট্রান্স সাইবেরিয়ান রেলপথ

42. লাক্ষাদ্বীপ হাইকোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর: কেরালা

43. কে একটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে ?

উত্তর: রাষ্ট্রপতি

44. মুহাম্মদ ঘোরি কে প্রথম পরাজিত করেন ?

উত্তর: ভীম ২

45. কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় গরিব হটাও স্লোগান ছিল ?

উত্তর: পঞ্চম

46. ​​বৈদ্যুতিক সম্ভাব্য পার্থক্যের SI একক কী ?

উত্তর: ভোল্টেজ, বৈদ্যুতিক একক বিশেষ

47. ব্যাটারি কে আবিস্কার করেন ?

উত্তর: ভোল্টা

48. কেঁচো কোন ধরনের প্রাণী ?

উত্তর: অলিগোসাইটা

49. পপি গাছের কোন অংশ থেকে আফিম আহরণ করা হয় ?

উত্তর: অপরিণত ক্যাপসুল ল্যাটেক্স

50. কোন ব্যাকটেরিয়া দুধ নষ্ট করে ?

উত্তর: ল্যাকটোব্যাসিলাস

51. উটের বৈজ্ঞানিক নাম কি ?

উত্তর: ক্যামেলাস

52. লাইফ অফ পাই বইটি কে লিখেছেন ?

উত্তর: ইয়ান মর্টেল

53. কোন আন্দোলনে হিন্দু-মুসলমান সমান অংশগ্রহণ করেছিল ?

উত্তর: অসহযোগ আন্দোলন

54. লন্ডনে ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর: শ্যাম জি কৃষ্ণ ভার্মা

55. আবদুররহিম খানখানার সমাধি কোথায় অবস্থিত ?

উত্তর: দিল্লী

56. দিল্লির খিলজি সুলতান কে ছিলেন ?

উত্তর: তুর্ক

57. গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে নেওয়া হয়েছে ?

উত্তর: ঋগ্বেদ

58. মণিমেখলে রচয়িতার নাম কি ?

উত্তর: সত্তনার

59. ঋগ্বেদে কয়টি স্তোত্র আছে ?

উত্তর: 1028

Leave a Comment