টেলিকানেকশন প্যাটার্ন – Teleconnection Patterns

Rate this post

টেলিকানেকশন প্যাটার্ন – Teleconnection Patterns: টেলিকানেকশন প্যাটার্ন একটি প্রাকৃতিক ঘটনা। কোনো একটি স্থানের বায়ুমণ্ডলের পরিবর্তন যখন বহু দূরবর্তী কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রন করে তখন তাকে টেলিকানেকশন প্যাটার্ন বলা হয়। 

বায়ুমণ্ডলে বায়ু প্রবাহ ধারার পরিবর্তন টেলিকানেকশন প্যাটার্ন সৃষ্টির কারণ। স্যার গিলবার্ট ওয়াকার এনসো ইভেন্ট (ENSO) ও দক্ষিন ও দক্ষিন-পূর্ব এশিয়ায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতের মধ্যে প্রথম টেলিকানেকশন প্যাটার্ন লক্ষ্য করেন।

এনসো ইভেন্ট (ENSO) ও টেলিকানেকশন প্যাটার্ন

Teleconnection patterns গুলির মধ্যে অন্যতম প্রধান হলো এল নিনো টেলিকানেকশন প্যাটার্ন যা ENSO কর্তৃক বায়ুমন্ডল ও মহাসাগরে নানা রূপ পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। এল নিনো প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূল বরাবর প্রবাহিত এক প্রকার উষ্ণ স্রোত যার ফলে জলবায়ুর এক বিশাল পরিবর্তন সাধিত হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত ইকুয়েডর ও পেরু তে প্রচুর বৃষ্টিপাত হয় এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রবল খরা দেখা যায়। এমনকি এল নিনো ও সার্দান অসিলিয়েশন একত্রি হয়ে ENSO ঘটনা সৃষ্টি করে যা সারা পৃথিবীব্যাপী বিভিন্ন অঞ্চলের জলবায়ুকে প্রভাবিত করে। যেমন – দক্ষিন আলাস্কার উষ্ণতা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পায় এবং পশ্চিম আন্টার্কটিকার উষ্ণতাও বৃদ্ধি করে। ভারতবর্ষের মৌসুমি বায়ুকেও এলনিনো অনেকটাই নিয়ন্ত্রন করে।

Leave a Comment