ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র ও পরমাণুবিদ্যুৎ কেন্দ্র PDF

Rate this post

ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র ও পরমাণুবিদ্যুৎ কেন্দ্র PDF: আজ ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের নামের তালিকা দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারী ও বেসরকারী চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে।যেমন:- তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।

ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র

তাপবিদ্যুৎ কেন্দ্ররাজ্য
ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রপশ্চিমবঙ্গ
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রপশ্চিমবঙ্গ
তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রউড়িষ্যা
কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্রছত্রিশগড়
এন্নোর তাপবিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
পানকি তাপবিদ্যুৎ কেন্দ্রউত্তর প্রদেশ
রামগুনডেম তাপবিদ্যুৎ কেন্দ্রঅন্ধ্রপ্রদেশ
কোঠাগুদাম তাপবিদ্যুৎ কেন্দ্রঅন্ধ্রপ্রদেশ
উত্তর গুজরাট তাপবিদ্যুৎ কেন্দ্রগুজরাট
ধুবরান তাপবিদ্যুৎ কেন্দ্রগুজরাট
টম্বে তাপবিদ্যুৎ কেন্দ্রমহারাষ্ট্র
পাতরাতু তাপবিদ্যুৎ কেন্দ্রবিহার
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রপশ্চিমবঙ্গ
নাহারকাটিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রআসাম
বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রদিল্লি
বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্রবিহার
মুজাফফরপুর তাপবিদ্যুৎ কেন্দ্রবিহার
নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
ওরবা তাপবিদ্যুৎ কেন্দ্রউত্তর প্রদেশ
হারদুয়াগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রউত্তর প্রদেশ
সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রমধ্যপ্রদেশ
উকাই তাপবিদ্যুৎ কেন্দ্রগুজরাট
কোরাডি তাপবিদ্যুৎ কেন্দ্রমহারাষ্ট্র

পরমাণুবিদ্যুৎ কেন্দ্র: আজ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তালিকা PDF টি আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম ও অবস্থান রয়েছে। জিকের বিষয় হিসাবে এই অংশ থেকে মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন:- তারাপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? জৈতাপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।

পরমাণুবিদ্যুৎ কেন্দ্র

পরমাণু বিদ্যুৎ কেন্দ্ররাজ্য
কোটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্ররাজস্থান
কৈগ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুজরাট
কুডামকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
তারাপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রমহারাষ্ট্র
রানা প্রতাপ সাগর পরমাণু বিদ্যুৎ কেন্দ্ররাজস্থান
নারোরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রউত্তর প্রদেশ
কাঁকড়া পাড়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুজরাট
কলাপক্কম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রতামিলনাড়ু
রাওয়াতভাটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুজরাট

Leave a Comment