ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা – Tiger Reserves in Indian Bengali

Rate this post

ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা – Tiger Reserves in Indian Bengali: ব্যাঘ্র প্রকল্প ১৯৭২ সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। ১৯৭৩ সালের ১ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয় এবং পরবর্তীকালে সর্বাপেক্ষা সফল বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগে পরিণত হয়। সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন জৈবভৌগোলিক ক্ষেত্রে স্থাপিত বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণাগারে (টাইগার রিজার্ভ) বাঘ সংরক্ষণ করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য। দেশে প্রাকৃতিক পরিমণ্ডলে সংরক্ষিত বাঘের সংখ্যাবৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

২০০৭ সালের হিসেব অনুযায়ী, দেশের ৩১,৭৬১ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ৪০টি ব্যাঘ্র প্রকল্প বন্যপ্রাণী সংরক্ষণাগার রয়েছে। ১৯৭০-এর দশকে যেখানে বাঘের সংখ্যা ছিল ১,২০০টি সেখানে ব্যাঘ্র প্রকল্পের ফলে ১৯৯০-এর দশকে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩,৫০০টিতে। অবশ্য ২০০৮ সালের ব্যাঘ্রগণনা থেকে জানা যায়, এই সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ১,৪১১টিতে। তখনই সরকার প্রকল্পটিকে আরও ১৫৩ মিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্য দানের সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত নেওয়া হয় টাইগার প্রোটেকশন ফোর্স গঠন ও মানব-ব্যাঘ্র সংঘাত এড়ানোর উদ্দেশ্যে ২০০,০০০ জন গ্রামবাসীর পুনর্বাসন দেওয়ার জন্য অর্থ সাহায্যেরও। ২০০৫ সালে সারিস্কা ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘ সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়ার পর যখন ২০০৮ সালের জুলাই মাসে সরকারি সাহায্যপ্রাপ্ত স্থানান্তরণ স্কিমে দুটি বাঘ আবার এখানে নিয়ে আসা হয়, তখনই এই প্রচেষ্টা কার্যকর করার সূচনা ঘটে।

ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা – Tiger Reserves in Indian Bengali

ব্যাঘ্র প্রকল্পসালঅবস্থান
বন্দিপুর১৯৭৩-৭৪কর্নাটক
করবেট১৯৭৩-৭৪উত্তরাখণ্ড
আমানগড়২০১২উত্তরপ্রদেশ
কানহা১৯৭৩-৭৪মধ্যপ্রদেশ
মানস১৯৭৩-৭৪আসাম
মেলঘাট১৯৭৩-৭৪মহারাষ্ট্র
পালামৌ১৯৭৩-৭৪ঝাড়খন্ড
রণথম্বোর১৯৭৩-৭৪রাজস্থান
সিমলিপাল১৯৭৩-৭৪উড়িষ্যা
সুন্দরবন১৯৭৩-৭৪পশ্চিমবঙ্গ
পেরিয়ার১৯৭৮-৭৯কেরালা
সরিস্কা১৯৭৮-৭৯রাজস্থান
বক্সা১৯৮২-৮৩পশ্চিমবঙ্গ
ইন্দ্রাবতী১৯৮২-৮৩ছত্তিসগড়
নামদাফা১৯৮২-৮৩অরুনাচল প্রদেশ
দুধওয়া১৯৮৭-৮৮উত্তর প্রদেশ
কালাক্কাদ মুনদানথুরাই১৯৮৮-৮৯তামিলনাড়ু
বাল্মীকি১৯৮৯-৯০বিহার
পেঞ্চ১৯৯২-৯৩মধ্যপ্রদেশ
তাদোবা১৯৯৩-৯৪মহারাষ্ট্র
বান্ধবগড়১৯৯৩-৯৪মধ্যপ্রদেশ
পান্না১৯৯৪-৯৫মধ্যপ্রদেশ
দাম্পা১৯৯৪-৯৫মিজোরাম
ভদ্রা১৯৯৮-৯৯কর্নাটক
পেঞ্চ১৯৯৮-৯৯মহারাষ্ট্র
পাক্কে১৯৯৯-২০০০অরুনাচল প্রদেশ
নামেরী১৯৯৯-২০০০আসাম
সাতপুরা১৯৯৯-২০০০মধ্যপ্রদেশ
আনামালাই২০০৮-০৯তামিলনাড়ু
উদন্তি-সীতানাদি২০০৮-০৯ছত্তিসগড়
সাতকোশিয়া২০০৮-০৯উড়িষ্যা
কাজিরাঙ্গা২০০৮-০৯আসাম
অচনকমার২০০৮-০৯ছত্তিসগড়
কালি২০০৮-০৯কর্নাটক
সঞ্জয় – ডুব্রি২০০৮-০৯মধ্যপ্রদেশ
মুদুমালাই২০০৮-০৯তামিলনাড়ু
নাগরহোল২০০৮-০৯কর্নাটক
পারম্বিকুলাম২০০৮-০৯কেরালা
সহ্যাদ্রি২০০৯-১০মহারাষ্ট্র
বিলিগিরি রঙ্গ২০১০-১১কর্নাটক
কাওয়াল২০১২-১৩তেলেঙ্গানা
সত্যমঙ্গলম২০১৩-১৪তামিলনাড়ু
মুকুন্দ্র হিল২০১৩-১৪রাজস্থান
নাভেগাঁও২০১৩-১৪মহারাষ্ট্র
নাগার্জুন সাগর১৯৮২-৮৩অন্ধ্রপ্রদেশ
আমরাবাদ২০১৪তেলেঙ্গানা
পিলভিট২০১৪উত্তর প্রদেশ
বোর২০১৪মহারাষ্ট্র
রাজাজী২০১৫উত্তরাখন্ড
ওরাং২০১৬আসাম
কামলাং২০১৬অরুনাচল প্রদেশ

Leave a Comment