দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th সেপ্টেম্বর 2024 | Today Current Affairs In Bengali 6th September 2024

5/5 - (1 vote)

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Today Current Affairs In Bengali 6th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Today Current Affairs In Bengali 6th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

মাসিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 PDF Click Here

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2024 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 6th সেপ্টেম্বর 2024 | Today Current Affairs In Bengali 6th September 2024

1. বেঙ্গালুরুর সিদ্ধার্থ আগারওয়াল প্রবীণতম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়ে ইতিহাস গড়লেন।

2. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি Vishvasya-Blockchain Technology Stack লঞ্চ করলো।

3. সেমিকন্ডাক্টর পার্টনারশিপের উপর ভারত এবং সিঙ্গাপুর চুক্তি স্বাক্ষর করলো।

4. RuPay এবং Yes Bank -এর সাথে ফিনটেক স্টার্টআপ POP ভারতের প্রথম মাল্টি-ব্র্যান্ড কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো।

5. Poshan Tracker -এর জন্য 2024 e-Governance গোল্ড জিতলো ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি।

6. উত্তর প্রদেশ মহিলা কমিশনের ভাইস-চেয়ারপার্স হিসেবে অপর্ণা যাদবকে নিযুক্ত করা হলো।

7. ভারতীয় Gig ওয়ার্কফোর্সের জন্য ফিনান্সিয়াল সার্ভিসেস GIGA লঞ্চ করলো HDFC ব্যাঙ্ক।

8. প্যারালিম্পিক 2024 -এ পুরুষদের Shot Put F46 ইভেন্টে ভারতের Sachin Sarjerao Khilari সিলভার পদক জিতলো।

9. প্রতি বছর 5 ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়, এছাড়া এই দিনটিতে International Day of Charity -ও পালিত হয়।

10. প্যারালিম্পিক 2024 এ F51 ক্লাব থ্রো ইভেন্টে Dharambir গোল্ড মেডেল জিতলেন এবং আর্চারিতে গোল্ড মেডেল জিতে ইতিহাস গড়লেন হারবিন্দর সিং।

আরও পড়ুন:

Leave a Comment