বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2023 | Top 10 Current Affairs 21st September 2023

Rate this post

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2023: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Top 10 Current Affairs 21st September 2023 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2023. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিচে Top 10 Current Affairs 21st September 2023 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolve.in সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 2023 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।

দৈনিক বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

Google News এ আমাদের ফলো করুন

gksolve-google-news

আরও ডাউনলোড করুন:

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 21st সেপ্টেম্বর 2023 | Top 10 Current Affairs 21st September 2023

1. কেন্দ্র কৃষকদের জন্য তিনটি ট্রান্সফর্মেটিভ ইনিশিয়েটিভ (কিষাণ ঋণ পোর্টাল, Door to Door KCC ক্যাম্পেইন এবং ওয়েদার ইনফরমেশন নেটওয়ার্ক ডেটা সিস্টেম ম্যানুয়াল) লঞ্চ করলো।

2. গ্রামীন যুবদের সশক্তিকরণের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ‘স্কিলস অন হুইলস’ ইনশিয়েটিভ লঞ্চ করলো।

3. ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেসের 14 তম সংস্করণ নাভি মুম্বাই তে শুরু হলো।

4. পার্লামেন্টে 33% মহিলা আসন সংরক্ষণ বিলের মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

5. আগামী বছর আফ্রিকান ইউনিয়ন নিজস্ব ক্রেডিট রেটিং এজেন্সি লঞ্চ করতে চলেছে।

6. 2024 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 6.3% নির্ধারণ করলো OECD.

7. প্লাটিনাম হেলথ প্লানের জন্য ‘Health Insurance ki Subah ho Gayi Mamu’ লঞ্চ করলো ACKO.

8. ক্রিকেটার দীপক চাহার ‘DNINE Sports’ নামক নতুন একটি ব্র্যান্ড লঞ্চ করলেন।

9. ব্রাজিলের রিও-ডি-জেনিরো তে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ 2023 এ ভারতীয় শ্যুটার Elavenil Valarivan এয়ার রাইফেল ইভেন্টে গোল্ড জিতলেন।

10. ইন্দোনেশিয়ার দক্ষিন নাটুনা সাগরে ASEAN জয়েন্ট মিলিটারি ড্রিল শুরু হলো।

আরও পড়ুন:

Leave a Comment