রেলওয়ে গ্রুপ ডি প্রশ্ন উত্তর PDF – Top Railway Group D Question Answers:
০১) কপার সালফেট দ্রবণে জিংক যোগ করা হলে কোনটি স্থানানচ্যুত হয় ?
উত্তর: তামা
০২) কোন রাজ্য কেন্দ্রীয় সরকার আয়ুষ বিদ্যালয় গড়ে তুলেছে ?
উত্তর: সিকিম
০৩) কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মেরে ঘর মেরে নাম স্কিম চালু করল ?
উত্তর: পাঞ্জাব
০৪) মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত ?
উত্তর: সাগর মাথা
০৫) কোন যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে মনে করা হতো ?
উত্তর: ঋক বৈদিক যুগ
০৬) পাচিত খাদ্য শোষিত হয় কোথায় ?
উত্তর: ক্ষুদ্রান্ত
০৭) বীজহীন ফল উৎপন্ন করতে কোন হরমোন ব্যবহৃত হয় ?
উত্তর: অক্সিন
০৮) হুদহুদ ঝড়ের নামকরণ করেছে কোন দেশ ?
উত্তর: ওমান
০৯) কোনটি গ্রিন হাউসের প্রভাবে নীতি প্রয়োগ করা হয় ?
উত্তর: সোলার কুকার
১০) ভারতের RBI ও SBI এর চেকবুক কোন সংস্থা ছাপে ?
উত্তর: সিকিউরিটি প্রেস, নাসিক
১১) যুগান্তর দল গঠিত হয় কত সালে ?
উত্তর: ১৯০৬ সালে
১২) কোন গতিশীল বস্তুর গতিবেগ দ্বিগুণ করলে –
উত্তর: ভরবেগ দ্বিগুণ হয়
১৩) হেপাটাইটিস বি ভ্যাকসিন এর মাত্রা কয়টি ?
উত্তর: ৩
১৪) গদর দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: লালা হরদয়াল
১৫) জীবনস্মৃতি আত্মজীবনী কার লেখা ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১৬) কোনটি গ্রিনহাউস গ্যাস নয় ?
উত্তর: অক্সিজেন
১৭) যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: বারেন্দ্র কুমার ঘোষ
১৮) কোন রাজ্যের মন্দিরে ভারতনাট্যম নাচের উদ্ভব হয় ?
উত্তর: তামিলনাড়ু
১৯) প্রথম পাট শিল্প গড়ে ওঠে কত সালে ?
উত্তর: ১৮৫৫ সালে
২০) কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় ?
উত্তর: ইনিসুলিন
২১) IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: ওয়াশিংটন ডিসি
২২) কোথায় বিশ্বের বৃহত্তম মেডিটেশন সেন্টার গড়ে উঠেছে ?
উত্তর: হায়দ্রাবাদ
২৩) তিন বিঘা করিডোর কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: পশ্চিমবঙ্গ
২৪) ভারতীয় সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের সীমা নির্ধারণ করা হয়েছে ?
উত্তর: প্রথম তপসিল
২৫) মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল মেয়াদ কত ?
উত্তর: ৬ বছর
২৬) বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি ?
উত্তর: রাজীব কুমার
২৭) বিশ্ব পোলিও দিবস কোন দিন পালন করা হয় ?
উত্তর: ২৪ অক্টোবর
২৮) কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না, কারণ কাঁচ তাপের –
উত্তর: কুপরিবাহী
২৯) বর্ণালী সৃষ্টির কারণ কি ?
উত্তর: বিচ্ছুরণ
৩০) দানসাগর গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর: বল্লাল সেন
৩১) কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: লন্ডন
৩২) কাশি মহাজনপদের রাজধানী কি ছিল ?
উত্তর: বারানসি
৩৩) বস্তুর অবস্থান বা বাহ্যিক আকৃতির জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় , তাকে কি বলে ?
উত্তর: স্থিতিশক্তি
৩৪) চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন ?
উত্তর: ১২২১
৩৫) হরিপ্রসাদ চৌরিচৌরা কোন বাদ্যযন্ত্র এর সঙ্গে যুক্ত ?
উত্তর: বাঁশি
৩৬) FIR এর পুরো নাম কি ?
উত্তর: First information report
৩৭) লাঙ্গলের টেরাকোটা মডেল কোথায় পাওয়া গেছে ?
উত্তর: বনওয়ালি
৩৮) ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল ?
উত্তর: ১৭৭০ সালে
৩৯) চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতার নাম কি ?
উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪০) উরুগুয়ের মুদ্রার নাম কি ?
উত্তর: পেসো
৪১) Flipkart এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: শচিন বানসাল এবং বিনি বানসাল
৪২) স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন কত টাকা পর্যন্ত নেওয়া যাবে ?
উত্তর: ১০ লক্ষ
৪৩) নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয় ?
উত্তর: নরওয়ে
৪৪) কোন রাসায়নিক পদার্থ এর অপর নাম সল্টপিটার ?
উত্তর: পটাশিয়াম নাইট্রেট
৪৫) সুনামির উৎপত্তি কি কারনে হয় ?
উত্তর: সমুদ্রতলের প্লেটের সঞ্চালন
৪৬) মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত খ্রিস্টাব্দে ?
উত্তর: ১৯১১
৪৭) কোন জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি ?
উত্তর: ভাকরা নাঙ্গাল
৪৮) চতুর্থ ইয়ুথ এশিয়ান প্যারা গেমস আয়োজিত হয়েছে কোথায় ?
উত্তর: বাহারিন
৪৯) FIH পুরুষ জুনিয়ার হকি বিশ্বকাপ ২০২১ জয়ী হয়েছে কোন দেশ ?
উত্তর: আর্জেন্টিনা
৫০) ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর: হকি