ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর

Rate this post

ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন উত্তর: আমরা আমাদের চারপাশে তাকালেই প্রকৃতির বিভিন্ন রূপ বৈচিত্র্য দেখতে পাই। কোথাও বা উঁচু পর্বতমালা, কোথায় মাইলের পর মাইল বালি দিয়ে ঘেরা মরুভূমি, কোথায় উঁচু টিলা আবার কোথাও দিগন্ত বিস্তৃত সবুজ সমভূমি। প্রকৃতির এই রূপের বৈচিত্র্যকেই এককথায় বলা যায় ভূপ্রকৃতি।

ভারতের ভূপ্রকৃতি থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলি এখানে আলোচনা করা হল। ভারতের ভূপ্রকৃতি প্রশ্ন ও উত্তর।

1. আয়তনের ভিত্তিতে ভারত পৃথিবীর কত তম দেশ?

উত্তর – আয়তনের দিক দিয়ে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ।

2. ভূ প্রকৃতি গত দিক দিয়ে ভারতকে কয়টি ভূ-প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়?

উত্তর – ৮ টি 

3. হিমালয় কে উত্তর থেকে দক্ষিণে কয়টি অংশে ভাগ করা হয় ও কী কী?

উত্তর – উত্তর থেকে দক্ষিণে হিমালয় কে চারটি প্রধান অংশে ভাগ করা হয়, যথা – A. টেথিস হিমালয় (সর্ব উত্তরে)  B. হিমাদ্রি বা গ্রেট হিমালয়  C. হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়  D. শিবালিক হিমালয় ( সর্ব দক্ষিণে)।

4. হিমালয়ের কোন অংশের উচ্চতা সবচেয়ে বেশি?

উত্তর – হিমাদ্রি বা গ্রেট হিমালয়ের উচ্চতা সবচেয়ে বেশি।

5. মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের অংশ?

উত্তর – হিমাদ্রি হিমালয়ের

6. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?

উত্তর – গডউইন অস্টিন বা K₂

7. গডউইন অস্টিন বা K₂ এর অবস্থান কোন হিমালয়ে?

উত্তর – টেথিস হিমালয়ে

8.  হিমালয়ের কোন অংশের বিস্তৃতি পূর্ব পশ্চিমে সবচেয়ে বেশি?

উত্তর – নেপাল হিমালয়ের 

9. কোন দুটি পর্বত শ্রেণীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?

উত্তর – পিরপাঞ্জাল ও জাস্কার পর্বতশ্রেণী মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত।

10. ভারতের উচ্চতম মালভূমির নাম কি?

উত্তর – লাদাখ মালভূমি

11. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?

উত্তর – কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ

12. হিমালয়ের নবীনতম অংশের নাম কি?

উত্তর – শিবালিক হিমালয়

13. জোজিলা, না থুলা পাস বা গিরিপথ এর অবস্থান কোন হিমালয়ে?

উত্তর – হিমাদ্রি হিমালয়ে

14. বানিহাল পাস কোন হিমালয়ে অবস্থিত ?

উত্তর – হিমাচল হিমালয়ে

15. শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, বালি ও পাথর দ্বারা গঠিত অঞ্চল কি নামে পরিচিত?

উত্তর – ভাবর

16. লাদাক মালভূমি হিমালয়ের কোন অংশের অন্তর্গত?

উত্তর – টেথিস হিমালয়ের

17. ভারতের একমাত্র শীতল মরুভূমির নাম কি?

উত্তর – লাদাখ 

18. জাস্কার ও পিরপাঞ্জাল রেঞ্জ কোন হিমালয়ের অংশ?

উত্তর – হিমাদ্রি হিমালয় এর অন্তর্গত

19. হিমাদ্রি হিমালয়ের কয়টি গুরুত্বপূর্ণ পর্বতচূড়ার নাম উল্লেখ করো?

উত্তর – মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, ধৌলা গিরি, অন্নপূর্ণা, নন্দাদেবী  প্রভৃতি

20. ভারতের শীতলতম স্থানের নাম কি?

উত্তর – লাদাখের প্রবেশ পথে অবস্থিত ড্রাস (dras) ভারতের শীতলতম স্থান।

21. মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত?

উত্তর – সাগরমাতা নামে পরিচিত

22. কুল্লু, মানালি, সিমলা প্রভৃতি বিখ্যাত শৈল শহর গুলি কোন হিমালয়ের অবস্থিত?

উত্তর – হিমাচল হিমালয়ের অবস্থিত

23. শিবালিক হিমালয় অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত?

উত্তর – শিবালিক হিমালয় অরুণাচল প্রদেশের বিভিন্ন নামে পরিচিত যেমন – ডাফলা, মিরি, আবর, মিসমি পর্বত 

24. নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর – সিকিমে

25. সিয়াচেন হিমবাহ কোন পার্বত্য রেঞ্জে অবস্থিত?

উত্তর – কারাকোরাম হিমালয়ে অবস্থিত

26. জোজিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর – জম্বু ও কাশ্মীর

27. পূর্ব পশ্চিমে হিমালয় পর্বতশ্রেণী কে কয় টি অংশে ভাগ করা হয় ও কি কি?

উত্তর – পূর্ব পশ্চিমে হিমালয় পর্বতশ্রেণী 4 টি অংশে বিভক্ত, যথা – a. পাঞ্জাব হিমালয় ( বিস্তৃতি – 560 কিমি), b. কুমায়ন হিমালয় (বিস্তৃতি – 320 কিমি), c. নেপাল হিমালয় (বিস্তৃতি – 800 কিমি) ও d. আসাম হিমালয় (বিস্তৃতি – 750 কিমি)।

28. জম্বু ও শ্রীনগর কে যুক্ত করেছে কোন গিরিপথ?

উত্তর – বানিহাল পাস 

29. হিমালয়ের পাদদেশে নুড়ি বালি পলি সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে?

উত্তর – ভাবর

30. গঙ্গা নদী তীরবর্তী নবীন পলিগঠিত সমভূমি গুলি কি নামে পরিচিত?

উত্তর – খাদার

31. গঙ্গা নদী তীরবর্তী প্রাচীন পলিগঠিত সমভূমি গুলি কি নামে পরিচিত?

উত্তর – ভাঙর

32. উত্তর প্রদেশ, হরিয়ানার অনুর্বর লবণাক্ত সমভূমি অঞ্চল গুলি স্থানীয় ভাবে কি নামে পরিচিত?

উত্তর – রেহ বা কালার নামে

33. গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলের ছোট ছোট বালিয়াড়ি গুলিকে কি বলা হয়?

উত্তর – ভুর

34. থর মরুভূমির পূর্ব দিকে আরাবল্লি পর্বতের পাদদেশের মরু প্রায় অঞ্চল গুলি কি নামে পরিচিত?

উত্তর – বাগার

35. খাদার সমভূমি অঞ্চল পাঞ্জাবে কি নামে পরিচিত?

উত্তর – বেট

36. আরাবল্লী পর্বতের পশ্চিম ঢালে পলি সঞ্চিত হয়ে যে উর্বর প্লাবন সমভূমির সৃষ্টি হয়, তাকে কি বলে?

উত্তর – রোহি

37. রাজস্থান সমভূমির চলমান বালিয়াড়ি গুলি কে কি বলা হয়?

উত্তর – ধ্রিয়ান

38. নর্মদা ও  তাপি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত ?

উত্তর – সাতপুরা পর্বত

39. সাতপুরা পর্বতের সর্বোচ্চ চূড়ার নাম কি?

উত্তর – ধূপগড়

40. বিন্ধপর্বতের পর্বতের সর্বোচ্চ চূড়ার নাম কি?

উত্তর – অমর কণ্টক পর্বত

41. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ চূড়ার নাম কি?

উত্তর – গুরু শিখর 

42. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ গুরু শিখর কোন রাজ্যে অবস্থিত?

উত্তর – রাজস্থানে

43. ভারতের সর্বাধিক প্রাচীনতম পর্বত কোনটি ?

উত্তর – আরাবল্লী পর্বত

44. ছোটনাগপুর মালভূমির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?

উত্তর – পরেশ নাথ

45. মহাকাল পর্বতের সর্বোচ্চ চূড়ার নাম কি?

উত্তর – অমর কণ্টক

46. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?

উত্তর – আন্নামালাই পর্বতের আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ

47. নীলগিরি পর্বতের সর্বোচ্চ চূড়ার নাম কি?

উত্তর – দোদাবেতা

48. ভারতের কোন রাজ্যের সমূদ্র উপকূল দীর্ঘতম?

উত্তর – গুজরাট

49. কেরালা উপকূল কি নামে পরিচিত?

উত্তর – মালাবার উপকূল 

50. মহারাষ্ট্র উপকূল কি নামে পরিচিত?

উত্তর – কোঙ্কন উপকূল

51. মালাবার উপকূলের ছোট ছোট বালিয়াড়ি গুলি কিন্নামে পরিচিত?

উত্তর – থেরিস 

52. ভারতবর্ষের সর্ব দক্ষিণতম অংশের নাম কি?

উত্তর – নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট

53. কচ্ছের রণ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর – গুজরাট রাজ্যে

54. ভারতের নবীনতম পর্বতমালা কোনটি?

উত্তর – হিমালয় পর্বতমালা

55. ভারতের কোন রাজ্যের উপকূল রেখা ক্ষুদ্রতম?

উত্তর – গোয়া

56. খারদুংলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর – জম্বু কাশ্মীর রাজ্যে

57. পালঘাট গ্যাপ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর – কেরালা

58. থলঘাট গ্যাপ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর – মহারাষ্ট্র

59. ভুরঘাট গ্যাপ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর – মহারাষ্ট্র

60. পশ্চিম উপকূলের উপহ্রদ গুলি কে কি বলে?

উত্তর – কয়াল

Leave a Comment