সমমান রেখা সমূহ – ম্যাপের বিভিন্ন কাল্পনিক রেখা

Rate this post

সমমান রেখা সমূহ – ম্যাপের বিভিন্ন কাল্পনিক রেখা: ভূপৃষ্ঠীয় উচ্চতা, বায়ুমন্ডলীয় উষ্ণতা, চাপ, বৃষ্টিপাত অথবা অন্য কোন বিষয়ের সমান মান বিশিষ্ট স্থান গুলিকে মানচিত্রে কোন কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হলে সেই কাল্পনিক রেখাকে বলা হয় সমমান রেখা বা Isoline.

এখানে Iso শব্দের অর্থ সমান আর Line শব্দের অর্থ রেখা। সমমান রেখা গুলি পরস্পর সমান্তরাল এবং এগুলি সাধারনত একে অপরকে কখনই ছেদ করে না তবে ভৃগু ও জলপ্রপাতের ক্ষেত্রে ভিন্ন মানের রেখা গুলি পরস্পরে স্পর্শ করে থাকে।

সমমান রেখা সমূহ – ম্যাপের বিভিন্ন কাল্পনিক রেখা

ক্রমকাল্পনিক রেখাসমমান স্থান
আইসোক্রোনসসম সময় রেখা
আইসোগোনিক রেখাসম চৌম্বনিক নতি রেখা
আইসোট্যাকবায়ু বা শব্দের সম গতিবেগ
আইসোডাপেনসম পরিবহন রেখা
আইসোথার্মসম তাপ রেখা
আইসোনেফসম মেঘ রেখা
আইসোপ্লেথসম পরিমান রেখা
আইসোফ্লোরসম উদ্ভিদের বৈশিষ্ট্য
আইসোবাথসম গভীরতা রেখা
১০আইসোবারসম বায়ুচাপ যুক্ত রেখা
১১আইসোব্রন্টসএকই সময়ে বজ্রবিদ্যুৎ
১২আইসোরিজমসম তুষারপাত রেখা
১৩আইসোলাইনসম মান রেখা
১৪আইসোসিসমালসম ভূমিকম্পন রেখা
১৫আইসোহাইটসম বৃষ্টিপাত রেখা
১৬আইসোহেলসম রৌদ্রালোক রেখা
১৭আইসোহেলাইনসম লবণতা রেখা
১৮কো-টাইডাল লাইনসমম জোয়ার রেখা

Leave a Comment