সমমান রেখা সমূহ – ম্যাপের বিভিন্ন কাল্পনিক রেখা: ভূপৃষ্ঠীয় উচ্চতা, বায়ুমন্ডলীয় উষ্ণতা, চাপ, বৃষ্টিপাত অথবা অন্য কোন বিষয়ের সমান মান বিশিষ্ট স্থান গুলিকে মানচিত্রে কোন কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হলে সেই কাল্পনিক রেখাকে বলা হয় সমমান রেখা বা Isoline.
এখানে Iso শব্দের অর্থ সমান আর Line শব্দের অর্থ রেখা। সমমান রেখা গুলি পরস্পর সমান্তরাল এবং এগুলি সাধারনত একে অপরকে কখনই ছেদ করে না তবে ভৃগু ও জলপ্রপাতের ক্ষেত্রে ভিন্ন মানের রেখা গুলি পরস্পরে স্পর্শ করে থাকে।
সমমান রেখা সমূহ – ম্যাপের বিভিন্ন কাল্পনিক রেখা
ক্রম | কাল্পনিক রেখা | সমমান স্থান |
---|---|---|
১ | আইসোক্রোনস | সম সময় রেখা |
২ | আইসোগোনিক রেখা | সম চৌম্বনিক নতি রেখা |
৩ | আইসোট্যাক | বায়ু বা শব্দের সম গতিবেগ |
৪ | আইসোডাপেন | সম পরিবহন রেখা |
৫ | আইসোথার্ম | সম তাপ রেখা |
৬ | আইসোনেফ | সম মেঘ রেখা |
৭ | আইসোপ্লেথ | সম পরিমান রেখা |
৮ | আইসোফ্লোর | সম উদ্ভিদের বৈশিষ্ট্য |
৯ | আইসোবাথ | সম গভীরতা রেখা |
১০ | আইসোবার | সম বায়ুচাপ যুক্ত রেখা |
১১ | আইসোব্রন্টস | একই সময়ে বজ্রবিদ্যুৎ |
১২ | আইসোরিজম | সম তুষারপাত রেখা |
১৩ | আইসোলাইন | সম মান রেখা |
১৪ | আইসোসিসমাল | সম ভূমিকম্পন রেখা |
১৫ | আইসোহাইট | সম বৃষ্টিপাত রেখা |
১৬ | আইসোহেল | সম রৌদ্রালোক রেখা |
১৭ | আইসোহেলাইন | সম লবণতা রেখা |
১৮ | কো-টাইডাল লাইন | সমম জোয়ার রেখা |