ভারতের জলপ্রপাত – Waterfalls of India

Rate this post

ভারতের জলপ্রপাত – Waterfalls of India: জলপ্রপাত বা ঝরনা হল একটি নির্দিষ্ট উচ্চতা থেকে প্রাকৃতিক ভাবে বহমান জলের প্রবল বেগে পরে। ঝরনা সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন হিসেবে চিহ্নিত হয়

আজ ভারতের বিভিন্ন জলপ্রপাত সমূহ তালিকা PDF টি আপনাদের সাথে শেয়ার করছি, যেটিতে ভারতে অবস্থিত গুরুত্বপূর্ণ জলপ্রপাতের নাম দেওয়া আছে। চাকরির পরীক্ষাতে ভারতের জলপ্রপাত থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যোগ জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে? ইত্যাদি। 

ভারতের জলপ্রপাত – Waterfalls of India

NO.জলপ্রপাতযে নদীর ওপরেরাজ্য
বারেহিপানি ফলসবুদ্ধবালঙ্গ নদীওড়িশা
ডুডুমা জলপ্রপাতমাচকুন্দ নদীওড়িশা
খান্দাধার ফলসকোরা নালাওড়িশা
কুঞ্চিকাল জলপ্রপাতবরাহি নদীকর্নাটক
যোগ / গেরসোপ্পা জলপ্রপাতশরাবতী নদীকর্নাটক
বরকনা জলপ্রপাতসীতা নদীকর্নাটক
গোকাক জলপ্রপাতঘাটপ্রভা নদীকর্নাটক
মাগোড় জলপ্রপাতবেদতি নদীকর্নাটক
শিবসমুদ্রম জলপ্রপাতকাবেরী নদীকর্নাটক
১০অতিথারাপ্পিল্লী জলপ্রপাতচালাকুড়ি নদীকেরালা
১১পালারুবি জলপ্রপাতকাল্লাড়া নদীকেরালা
১২নিনাই জলপ্রপাতনর্মদা নদীগুজরাট
১৩দুধ সাগর জলপ্রপাতমান্ডবী নদীগোয়া-কর্নাটক সীমানা
১৪চিত্রকূট জলপ্রপাতইন্দ্রাবতী নদীছত্তিসগড়
১৫অমৃতধারা জলপ্রপাতহাঁসদেও নদীছত্তিসগড়
১৬অহর্বল জলপ্রপাতভিশু নদীজম্মু ও কাশ্মীর
১৭দশম জলপ্রপাতকাঞ্চি নদীঝাড়খন্ড
১৮হুড্রু জলপ্রপাতসুবর্ণরেখা নদীঝাড়খন্ড
১৯জোনহা জলপ্রপাত/গৌতমধারা জলপ্রপাতগঙ্গা নদীঝাড়খন্ড
২০চাচাই জলপ্রপাতবিহাড় নদীমধ্যপ্রদেশ
২১ধুঁয়াধার জলপ্রপাতনর্মদা নদীমধ্যপ্রদেশ
২২কেওতি জলপ্রপাতমহনা নদীমধ্যপ্রদেশ
২৩কুনে জলপ্রপাতমহারাষ্ট্র
২৪সহস্ত্রকুন্ড জলপ্রপাতপেনগঙ্গামহারাষ্ট্র
২৫বাজরাই জলপ্রপাতউর্মোদি নদীমহারাষ্ট্র
২৬ভানতাওং জলপ্রপাতলাও নদীমিজোরাম
২৭ল্যাংশিয়াং জলপ্রপাতকিনসি নদীমেঘালয়
২৮বিশপ ফলসমেঘালয় (শিলং)
২৯কিনরেম জলপ্রপাতমেঘালয় (চেরাপুঞ্জি)
৩০নোহকালিকাইমেঘালয় (চেরাপুঞ্জি)

ভারতের বিভিন্ন জলপ্রপাত

জলপ্রপাতউচ্চতানদীরাজ্য
কুঞ্চিকল জলপ্রপাত৪৫৫মি.বারাহিকর্ণাটক
বারেহিপানি জলপ্রপাত৩৯৯মি.বুদ্ধবালঙ্গওড়িশা
নোহকালিকাই জলপ্রপাত৩৪০মি.মেঘালয়
নোহ্সনগিথিয়াং জলপ্রপাত৩১৫মি.মেঘালয়
দুধসাগর জলপ্রপাত৩১০মি.মান্ডবীকর্ণাটক ও গোয়া
কিনরেম জলপ্রপাত৩০৫মি.মেঘালয়
মিনমুট্টি জলপ্রপাত৩০০মি.কেরালা
থালাইয়ার জলপ্রপাত২৯৭মি.মঞ্জালরতামিলনাড়ু
বারকানা জলপ্রপাত২৫৯মি.সীতাকর্ণাটক
যোগ জলপ্রপাত২৫৩মি.সরাবতীকর্ণাটক
খান্দাধার জলপ্রপাত২৪৪মি.কোরাওড়িশা
ভানটাওয়াং জলপ্রপাত২৩০মি.মিজোরাম
কুনে জলপ্রপাত২০০মি.মহারাষ্ট্র
সূচিপাড়া জলপ্রপাত২০০মি.কেরালা
মগোদ জলপ্রপাত১৯৮মি.বেদতিকর্ণাটক
বাহুতি জলপ্রপাত১৯৮মি.ওদ্দামধ্যপ্রদেশ
লোধ জলপ্রপাত১৪৩মি.বুরহাঝাড়খণ্ড
চাচাই জলপ্রপাত১৩০মি.বিহাড়মধ্যপ্রদেশ
কেওতি জলপ্রপাত১৩০মি.মধ্যপ্রদেশ
কালহাট্টি জলপ্রপাত১২২মি.কর্ণাটক
কেপ্পা জলপ্রপাত১১৬মি.কর্ণাটক
কুসাল্লি জলপ্রপাত১১৬মি.কর্ণাটক
শিবসমুদ্রম জলপ্রপাত৯৮মি.কাবেরীকর্ণাটক
হুড্রু জলপ্রপাত৯৮মি.সুবর্ণরেখাঝাড়খণ্ড
সুইট জলপ্রপাত৯৬মি.মেঘালয়
গাথা জলপ্রপাত৯১মি.মধ্যপ্রদেশ
কেদুমারি জলপ্রপাত৯১মি.কর্ণাটক
তীরথগড় জলপ্রপাত৯১মি.কাঙ্গেরছত্তিশগড়
ধুঁয়াধার জলপ্রপাত৩০মি.নর্মদামধ্যপ্রদেশ
চিত্রকূট জলপ্রপাত২৯মি.ইন্দ্রাবতীছত্রিশগড়
অথিরাপ্পিল্লী জলপ্রপাত২৫মি.চালাকুড়িকেরালা

Leave a Comment