পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর – WB Police Constable Questions and Answers

Rate this post

পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর – WB Police Constable Questions and Answers: আজ কলকাতা পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তরটি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। WB Police Constable Questions and Answers গুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর – WB Police Constable Questions and Answers

০১) মালঞ্চখণ্ড তামার খনি কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. মধ্যপ্রদেশ

০২) অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি ?

উত্তর. বক্সাইট

০৩) সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদনকারী রাজ্যের নাম কি ?

উত্তর. উড়িষ্যা

০৪) উপরাষ্ট্রপতি পদাধিকারবলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান কোন ধারা অনুযায়ী হয় ?

উত্তর. ৬৪

০৫) Wealth of nations প্রকাশিত হয় কত সালে ?

উত্তর. ১৭৭৬

০৬) Wealth of Nations বইটির লেখক কে ?

উত্তর. স্যার অ্যাডম স্মিথ

০৭) তুলুভ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. বীর নরসিংহ

০৮) সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?

উত্তর. দ্বিতীয় দেবরায়

০৯) অষ্টম শিখ গুরু কে ছিলেন ?

উত্তর. গুরু হরকিসেন

১০) নবম শিখ গুরুর নাম কি ?

উত্তর. তেগ বাহাদুর

১১) NABARD প্রতিষ্ঠিত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ?

উত্তর. ষষ্ঠ

১২) গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন ?

উত্তর. নসরত শাহ

১৩) Black cotton soil কোন মৃত্তিকা কে বলা হয় ?

উত্তর. কৃষ্ণ মৃত্তিকা

১৪) কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি ?

উত্তর. রেগুর মৃত্তিকা

১৫) ভারতের রাজ্যসভার মোট আসন সংখ্যা কয়টি ?

উত্তর. ২৫০

১৬) পশ্চিমবঙ্গের রাজ্যসভার মোট আসন সংখ্যা কয়টি ?

উত্তর. ১৬

১৭) রাজ্যসভার আসন ভাগাভাগির কোন তফসিলে বলা হয়েছে ?

উত্তর. ৬ নং

১৮) পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কয়টি ?

উত্তর. ৪২ টি

১৯) পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা কয়টি ?

উত্তর. ২৯৪ টি

২০) গঙ্গা নদীর বাম তীরের উপনদীর নাম কি ?

উত্তর. রামগঙ্গা

২১) তিলাইয়া ও মাইথন ড্যাম কোন নদীর উপর অবস্থিত ?

উত্তর. বরাকর

২২) শ্বেত বিপ্লবের জনক কে ছিলেন ?

উত্তর. ভার্গিস ক্যুরিয়েন

২৩) শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ?

উত্তর. চতুর্থ

২৪) ভারতে বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড ( UNESCO) কটি আছে ?

উত্তর. ৪০

২৫) ভারতে বর্তমানে মোট কতগুলি বাস্ফিয়ার রিজার্ভ আছে ?

উত্তর. ১৮ টি

২৬) ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা কটি ?

উত্তর. ৭৫

২৭) FIDE এর ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে ?

উত্তর. বিশ্বনাথ আনন্দ

২৮) গুস্তাভো পেট্রো কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন ?

উত্তর. কলম্বিয়া

২৯) ভারতে প্রথম আন্ডারওয়াটার মেট্রো কোন শহরে উদ্বোধন করা হবে ?

উত্তর. কলকাতা

৩০) ইউরিয়া মানুষের কোথায় তৈরি হয় ?

উত্তর. যকৃত

৩১) আন্তর্জাতিক রেডক্রস সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর. জেনেভা

৩২) চাপ দিয়ে দুই খণ্ড বরফকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে ?

উত্তর. পুনঃশিলীভবন

৩৩) জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা (NTPC) কত সালে স্থাপিত হয়েছে ?

উত্তর. ১৯৭৫ সালে

৩৪) কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশনের সভাপতি কে ছিলেন ?

উত্তর. জহরলাল নেহেরু

৩৫) কংগ্রেসের প্রথম গ্রাম্য অধিবেশন কত সালে হয় ?

উত্তর. ১৯৩৭ সালে

৩৬) ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী কে ছিলেন ?

উত্তর. ডঃ জন মাথাই

৩৭) মহাম্মদ বিন তুঘলক প্রবর্তিত তামার মুদ্রার নাম কি ছিল ?

উত্তর. দোকানি

৩৮) ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (ISI) কোথায় অবস্থিত ?

উত্তর. কলকাতা

৩৯) গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর. ডঃ রাজেন্দ্র প্রসাদ

৪০) খসরা কমিটির সভাপতি কে ছিলেন ?

উত্তর. ডঃ বি আর আম্বেদকর

৪১) মধ্যযুগের সর্ববৃহৎ আইন সংহিতার নাম কি ?

উত্তর. ফতোয়া ই আলমগীরী

৪২) ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত সালে ?

উত্তর. ১৭০৭ সালে

৪৩) বিশ্বের বৃহত্তম কয়লা খনি কোথায় অবস্থিত ?

উত্তর. কোডারমা

৪৪) জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর. তোর্সা

৪৫) হুদহুদ ঝড়ের নামকরণ করেছে কোন দেশ ?

উত্তর. ওমান

৪৬) যুগান্তর দল গঠিত হয় কত সালে ?

উত্তর. ১৯০৬ সালে

৪৭) পন্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত ছিলেন ?

উত্তর. কত্থক

৪৮) ২০২২ সালে, ভারতীয় সেনাবাহিনীর নতুন উপপ্রধান রূপে দায়িত্ব গ্রহণ করেন কে ?

উত্তর. মনোজ পান্ডে

৪৯) ২০২২ কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন বিভাগে অচিন্ত্য শিউলি কোন পদক জিতলেন ?

উত্তর. স্বর্ণপদক

৫০) কোথায় ১৩১ তম ডুরান্ড কাপের আসর শুরু হচ্ছে ?

উত্তর. কলকাতা

Leave a Comment