প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট – WB Primary TET Bangla Grammar: Primary TET এবং CTET-এ বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন আসে তাই আজ শেয়ার করছি প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট PDF,যা এই সমস্ত পরীক্ষা গুলিতে আপনাদের ভীষণভাবে সাহায্য করবে। তাছাড়া বাংলা ব্যাকরণে ভালো রকম জ্ঞান না থাকলে অনেকগুলি মার্কস হারাতে হয়।
প্রাইমারি টেট বাংলা ব্যাকরণ MCQ প্র্যাকটিস সেট – WB Primary TET Bangla Grammar
০১) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ?
উত্তর: ৭ টি
০২) বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা কয়টি ?
উত্তর: ৫১
০৩) য, র, ল, ব – এই চারটির বর্ণ কি ধ্বনি ?
উত্তর: অন্তঃস্থ ধ্বনি
০৪) ঘোষ বর্ণ কোনগুলো ?
উত্তর: প্রত্যেক বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ
০৫) কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি ?
উত্তর: আ
০৬) বিস্তৃত বা প্রসৃত স্বরধ্বনি কোনগুলি ?
উত্তর: ই, এ, অ্যা
০৭) পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলি ?
উত্তর: উ, ও, অ
০৮) সম্মুখ স্বরধ্বনি কোনগুলি ?
উত্তর: ই, এ, অ্যা
০৯) দীর্ঘস্বর কোনগুলি ?
উত্তর: আ, ঈ, অ্যা, উ,ঐ, ও, ঔ
১০) সংবৃত স্বরধ্বনি কোনগুলি ?
উত্তর: ই , উ
১১) অ, আ উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নাম কি ?
উত্তর: কন্ঠ বর্ণ
১২) শিস ধ্বনি কোনগুলি ?
উত্তর: শ, ষ, স
১৩) বিবৃত স্বরধ্বনি কোনটি ?
উত্তর: আ
১৪) মূর্ধন্য ব্যঞ্জন কোনগুলি ?
উত্তর: ট থেকে ণ
১৫) তালব্য ব্যঞ্জনধ্বনি কোনগুলি ?
উত্তর: চ, ছ, জ, ঝ, ঞ, শ, য়, ব
১৬) দন্ত ব্যঞ্জন কোন বর্গকে বলা হয় ?
উত্তর: ত বর্গ
১৭) কন্ঠ ব্যঞ্জনধ্বনি কোনগুলি ?
উত্তর: ক, খ, গ, ঘ, ঙ
১৮) ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হতে হলে মুখবিবারে কি হয় ?
উত্তর: বাধা পায় ও স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়
১৯) ট, ঠ, ড, ঢ, ণ, র, ষ এগুলি কোন ব্যঞ্জনধ্বনি ?
উত্তর: মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি
২০) ও, ঔ উচ্চারণ স্থান অনুসারে বর্ণের নাম কি ?
উত্তর: কন্ঠ ও ওষ্ঠ বর্ণ
২১) অর্ধ বিবৃত স্বরধ্বনি কোনগুলি ?
উত্তর: অ, অ্যা
২২) ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি কোনগুলি ?
উত্তর: প থেকে ম
২৩) অর্ধস্বর কোনগুলি ?
উত্তর: ই, উ, ও, এ, য়
২৪) কন্ঠবর্ণ হল –
উত্তর: কন্ঠ ও জিহ্বা মূলের সাথে উচ্চারিত
২৫) অঘোষ বর্ণ কোনগুলি ?
উত্তর: প্রত্যেক বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ
২৬) নাসিক্য বর্ণ কোনগুলি ?
উত্তর: প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ
২৭) নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি অশুদ্ধ ?
উত্তর: যৌগিক স্বরধ্বনি গুলি অবিভাজ্য
২৮) অল্পপ্রাণ ধ্বনি কোনগুলি ?
উত্তর: প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ
২৯) দন্ত ব্যঞ্জনধ্বনি কোনগুলি ?
উত্তর: ত, থ, দ, ধ, ন
৩০) অ্যা স্বরধ্বনি কোথায় আছে ?
উত্তর: ধ্বনিমালা তে আছে বর্ণমালা তে নেই