18th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – WBCS Current Affairs In Bengali 18th February 2023 #Gksolve_Current_Affairs

Rate this post

18th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স: It is very important for all WBPSC exams like WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, Food SI, etc, and also for other exams like Rail, Bank, Staff Selection Commission, IB, and LIC exams. gksolve.in provides WBCS Current Affairs In Bengali 18th February 2023 (দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স) for all competitive exams.

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 2023 বিষয় সমূহ


❏ গুরুত্বপূর্ণ দিবস ও থিম

❏ নিয়োগ 

❏ নির্বাচন জয় ও পদত্যাগ

❏ ব্যাঙ্ক ও অর্থনীতি

❏ যোজনা ও অভিযান

❏ পুরস্কার

❏ খেলাধুলা

❏ ইনডেক্স

❏ অ্যাপ ও পোর্টাল লঞ্চ

❏ বই প্রকাশ

❏ প্রয়ান দিবস

❏ আন্তর্জাতিক বিষয়

❏ ইত্যাদি

18th ফেব্রুয়ারি 2023 কারেন্ট অ্যাফেয়ার্স – WBCS Current Affairs In Bengali 18th February 2023 #Gksolve_Current_Affairs

1. প্রতিবছর 17 ই ফেব্রুয়ারি Global Tourism Resilience দিবস পালন করা হয়।

2. Youtube এর পরবর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হতে চলেছেন ভারতীয়-আমেরিকান Neal Mohan.

3. রাজস্থানে Jal Jan Abhiyan এর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4. ভারত ও জাপানের যৌথ ট্রেনিং অনুশীলন ‘Dharma Guardian’ 2023 এর চতুর্থ সংস্করণ শুরু হলো।

5. ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য Visa exemption এর উপর ফিজির সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত।

6. ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ক্লাইমেট অ্যাকশন, ক্লিন এনার্জির উপর সহযোগিতা করতে ভারত ও স্পেন সম্মত হলো।

7. ডিস্যাবিলিটি সেক্টরে পারস্পরিক সহযোগিতার উপর ভারত-দক্ষিণ আফ্রিকার চুক্তির মান্যতা দিলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ।

8. UNDP এর ‘Don’t Choose Extinction’ ক্লাইমেট ক্যাম্পেইন দুটি Anthem আওয়ার্ড জিতলো।

9. ইউনিক আইডেন্টিটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নতুন AI চ্যাটবট আধার মিত্র লঞ্চ করলো।

10. ভারতীয় সেনাবাহিনীর নতুন ভাইস-চিফ হতে চলেছেন লিউটেন্যান্ট জেনারেল এমভি সুচিন্দ্র কুমার।

আরও পড়ুন:

Leave a Comment