WBCS Priliminary Science GK Questions And Answers 2023 – 500 General Science MCQ for WBCS 2023 Preliminary:
০১) ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায় ?
উত্তর. একটি বাস্তুতন্ত্রের বায়োটিক ও অ্যাবায়োটিক অংশ
০২) মানুষের কালাজ্বর ব্যাধি কোনটির কামড়ে ছড়ায় ?
উত্তর. ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই
০৩) কোন উষ্ণতায়, 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে ?
উত্তর. 4⁰
০৪) কোনটি বহুরূপীর প্রজাতি ?
উত্তর. গিরগিটি
০৫) পিডাংকেল কি ?
উত্তর. ফুলের বৃন্ত
০৬) দুধ হল একপ্রকার দ্রবন যাকে তাকে কি বলা হয় ?
উত্তর. ইমালশন
০৭) মানুষের বংশগতি গঠনের পুরুষের বৈশিষ্ট্য হিসেবে কি থাকে ?
উত্তর. XY ক্রোমোজোম
০৮) কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠানো হবে তার ওজন কি হবে ?
উত্তর. কমবে
০৯) পারদ এর বিশেষ কোন গুনের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয় ?
উত্তর. তাপের সুপরিবাহী
১০) ভিরিয়ন কি ?
উত্তর. ভাইরাসের সংক্রমণ কনা
১১) রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন কি ?
উত্তর. ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কো পলিমার
১২) হোয়াইট ভিট্রিয়ল কি ?
উত্তর. ZnSO4 – 7H2O
১৩) কোন পদার্থ শুধু বিজারক হিসেবে কাজ করে ?
উত্তর. H2S
১৪) সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাসের নাম কি ?
উত্তর. কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস
১৫) নিউট্রন এর আবিষ্কর্তা কে ?
উত্তর. জে. স্যাদউইক
১৬) প্রকৃতিতে গ্রীন হাউস অবস্থা সৃষ্টিতে কোনটি সর্বাধিক সক্রিয় ?
উত্তর. কার্বন ডাই অক্সাইড
১৭) কোনো ধাতব ও তারের মধ্য দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে ?
উত্তর. ইলেকট্রন
১৮) কোনটি মানুষের বংশগত রোগ নয় ?
উত্তর. আলজাইমার ব্যাধি
১৯) সিনেমা হলের পর্দা সাদা ও অমসৃণ প্রকৃতির হয়, কারণ সব বর্ণের আলোকরশ্মি কে পর্দা –
উত্তর. বিক্ষিপ্ত প্রতিফলন করে
২০) প্রকৃতিতে সব খাদ্য শৃংখল এর গড়াই উৎপাদক ধরনের এবং অন্তিমে বিয়োযোগ জাতীয় জীবন থাকে । একটি পুষ্করিণীর মত ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোনটি উৎপাদকের স্থলাভিষিক্ত ?
উত্তর. ভাসমান উদ্ভিদ শৈবাল/ফাইটোপ্লাংকটন
২১) সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যার মান কত ?
উত্তর. -০.৫০
২২) উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায় ?
উত্তর. সিলিকন
২৩) একজন প্রাপ্তবয়স্কের হৃদপিন্ড প্রতি ঘন্টায় যে পরিমান রক্ত পাম্প করে তা প্রায় –
উত্তর. ৩০০ লিটার
২৪) পৃথিবীপৃষ্ঠে একটি বস্তুর ওজন ১০ কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে ?
উত্তর. ০ কেজি
২৫) রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর. স্পিগমোম্যানোমিটার
২৬) বাস্তুতন্ত্রের শক্তি কে শক্তি প্রবাহ বলা হয় কেন ?
উত্তর. শক্তির একমুখী রূপান্তর
২৭) একটি 200V – 100W বালবের রোধ কত ?
উত্তর. ৪০০ ওহম
২৮) কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
উত্তর. ভিটামিন কে
২৯) মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার সৃষ্টিকারী জীবাণুর নাম কি ?
উত্তর. প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম
৩০) আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার পান ?
উত্তর. বিশেষ আপেক্ষিকতাবাদ
৩১) কোন DNA তে নাইট্রোজেন বেস অনুপস্থিত থাকে ?
উত্তর. ইউরাসিল
৩২) সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা কোন অ্যাসিড তৈরি করে ?
উত্তর. আইসো সাইট্রিক অ্যাসিড
৩৩) মস্তিষ্কের অপটিক্যাল অংশ কে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধ জেগে ওঠে তার নাম কি ?
উত্তর. স্পর্শ
৩৪) কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় ?
উত্তর. শব্দ তরঙ্গ
৩৫) কোন প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ?
উত্তর. শ্বসন
৩৬) গ্রীন হাউজ গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে ?
উত্তর. সৌর বিকিরণ
৩৭) কোনটি একটি পতঙ্গভোজী গাছ ?
উত্তর. কলসপত্রী
৩৮) কোন রাশির একক ডাইন সেকেন্ড ?
উত্তর. বল
৩৯) বার্নার দিয়ে ফ্লাক্স এর জল ফোটানো হচ্ছে , কি করলে জলের স্ফুটনাঙ্ক ও কমে যাবে ?
উত্তর. ফ্লাক্স এর মুখ বায়ুচাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে
৪০) বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহৃত হয় ?
উত্তর. কাঁচা লোহার আচ্ছাদন
৪১) পানীয় জলে কার উপস্থিতি কাম্য ?
উত্তর. K
৪২) বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল কোন দ্রব্যের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর. বেনজিন
৪৩) বাড়িতে ব্যবহৃত মিউরিয়েচিক অ্যাসিড কোন দ্রব্য থেকে লঘুকৃত ?
উত্তর. হাইড্রোক্লোরিক অ্যাসিড
৪৪) ব্যক্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটার ফলে কি প্রস্তুত হয় ?
উত্তর. শস্য
৪৫) শস্য ক্ষেতে DDT স্প্রে করলে কি দূষিত হয় ?
উত্তর. শুধুমাত্র বাতাস ও মাটি বাতাস, মাটি ও জল
৪৬) স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা কত ?
উত্তর. ৭
৪৭) পদবিহীন উভচর প্রাণী কোন বর্গের অন্তর্গত ?
উত্তর. অ্যানুরা
৪৮) পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসেস এর উৎপত্তিস্থল এর নাম কি ?
উত্তর. রক্ত
৪৯) চিংড়ির ক্যারাপেস এর যে অংশটি গিল অবরণীর কাজ করে তাকে কি বলা হয় ?
উত্তর. ব্রাঙ্কিওস্টেগাইট
৫০) কোনটির অনুপুস্থিতিতে পাখি বাদুরের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী ?
উত্তর. মধ্যচ্ছদা