WBCS Priliminary 2023 Top Gk Question Answer:
০১) কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলোপ হয় ?
উত্তর: ১৮৫৩ সালে
০২) নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে ?
উত্তর: ১৭৩৯ সালে
০৩) জুনাগর লিপি কোন রাজার বিষয় জানতে সাহায্য করে ?
উত্তর: শক মহাক্ষত্রক রুদ্রদমন
০৪) ইংরেজরা দেওয়ানি লাভ করেন কত সালে ?
উত্তর: ১৭৬৫ সালে
০৫) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: গিয়াস উদ্দিন তুঘলক
০৬) বিধবা বিবাহ আইন কবে পাস হয় ?
উত্তর: ১৮৫৬ সালে
০৭) বাংলার প্রথম নবাব কে ছিলেন ?
উত্তর: মুর্শিদকুলি খান
০৮) সব মুনিষে পূজা মম উক্তিটি কার ?
উত্তর: সম্রাট অশোক
০৯) কোন ঐতিহাসিক ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ?
উত্তর: ভীনসেন্ট স্মিথ
১০) কোন মুঘল সম্রাট গাজী উপাধি ধারণ করেছিলেন ?
উত্তর: জাহাঙ্গীর
১১) নর্মদা নদীর ওপর অবস্থিত নর্মদা বাঁধের প্রকৃত নাম কি ?
উত্তর: সর্দার সরোবর বাঁধ
১২) wild Ass Sanctuary কোথায় অবস্থিত ?
উত্তর: কচ্ছ, গুজরাট
১৩) আর্চ অফ ট্রাম্প কোথায় অবস্থিত ?
উত্তর: ফ্রান্স
১৪) চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর: সাংহাই
১৫) কালবৈশাখী ঝড়কে দক্ষিণ ভারতে কি বলে ?
উত্তর: আম্র বৃষ্টি
১৬) উড়িষ্যার করহা উপজাতির পেশা কি ?
উত্তর: সব খেলা দেখানো
১৭) ভারতের তিনটি নৌ বিমানের ঘাঁটি আছে, এর মধ্যে একটি কোচিনে, দ্বিতীয়টি গোয়ায় এবং তৃতীয় টি কোথায় অবস্থিত ?
উত্তর: পোর্ট ব্লেয়ার
১৮) চাঁদ থেকে প্রতিফলিত আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে ?
উত্তর: ১.২ সেকেন্ড
১৯ জলের গভীরতা মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর: ফ্যাদাম
২০ ) মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি, ডিসি কথার অর্থ কি ?
উত্তর: ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া
২১) কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয় ?
উত্তর: ১৯৫১ সালে
২২) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ?
উত্তর: ১২৪ নং ধারা
২৩) কোন মৌলিক অধিকারকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন ?
উত্তর: সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
২৪) নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ?
উত্তর: ৩২৪ নং
২৫) সংবিধানের অষ্টম তফশীলে কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: ২২ টি আঞ্চলিক ভাষার তালিকা
২৬) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে ?
উত্তর: ৩২ – ৩৫ নং ধারা
২৭) সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোন বিষয়ে পুনর বিবেচনার অধিকার পেয়েছে ?
উত্তর: ১৩৭ নং ধারা
২৮) সংবিধানের ২৯ এবং ৩০ নম্বর ধারায় কি বর্ণনা করা হয়েছে ?
উত্তর: সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার
২৯) ভারতীয় সংবিধানের পুন বিচারের ক্ষমতাটি ভোগ করেন কে ?
উত্তর: সুপ্রিম কোর্ট
৩০) সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচনা করা হয়েছে কোন ধারায় ?
উত্তর: ৫৪ এবং ৫৫ নম্বর ধারা
৩১) কোন বিমানবন্দর সম্প্রতি 12MWp সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করেছে ?
উত্তর: কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
৩২) কোনটি সম্প্রতি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে ?
উত্তর: NMCG
৩৩) অধ্যাপক ভুষণ পটবর্ধনকে কিসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে ?
উত্তর: NAAC
৩৪) প্রথম ভারতীয় হিসাবে বোল্টজাম্যান পুরস্কার জিতলেন কে ?
উত্তর: দীপক ধর
৩৫) ওয়ার্ল্ড প্যারা আর্চারি চ্যাম্পিয়নশীপে পূজা জাটায়ান কোন পদক জিতলেন ?
উত্তর: রৌপ্য
৩৬) ভারতের বৃহত্তম বৈদ্যুতিক যান চার্জিং স্টেশন চালু হয়েছে কোথায় ?
উত্তর: গুরুগ্রাম
৩৭) প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড করলেন কে ?
উত্তর: মিতালি রাজ
৩৮) মনু কুমার শ্রীবাস্তবকে কোন রাজ্যের নতুন মুখ্যসচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে ?
উত্তর: মহারাষ্ট্র
৩৯) কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি Ombudsperson App লঞ্চ করলেন ?
উত্তর: গিরিরাজ সিং
৪০) কোথায় ভারতের প্রথম ই-বর্জ্য পার্ক তৈরি হয়েছে ?
উত্তর: দিল্লি
৪১) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?
উত্তর: কেরালা
৪২) microsoft এর CEO এর নাম কি ?
উত্তর: সত্য নাদেলা
৪৩) স্থির তরল বা গ্যাসীয় পদার্থের ভাসমানের সূত্র কি আবিষ্কার করেন ?
উত্তর: আর্কিমিডিস
৪৪) কপিল দেবের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ?
উত্তর: Straight from the Heart
৪৫) জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: নিউইয়র্ক
৪৬) ভুটানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি ?
উত্তর: চোমালোরি
৪৭) My Story of Experiments with Truth – এটি কার আত্মজীবনীমূলক বই ?
উত্তর: মহাত্মা গান্ধী
৪৮) পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহমাত্রা সম্পর্কে ধারণা কে দিয়েছিলেন ?
উত্তর: ওহম
৪৯) ইউটিউবের CEO এর নাম কি ?
উত্তর: সুসান ওয়ন্সিকি
৫০) ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: প্যারিস