WBCS Priliminary 2023 Top Gk Question Answer – বাংলা ভাষায় WBCS Previous Year Question Paper

Rate this post

WBCS Priliminary 2023 Top Gk Question Answer – বাংলা ভাষায় WBCS Previous Year Question Paper:

০১) ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সেনাবাহিনী গঠন করেন কে ?

উত্তর. রাসবিহারী বসু

০২) বাংলার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে করেন ?

উত্তর. স্যার উইলিয়াম জোন্স

০৩) স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?

উত্তর. বাল গঙ্গাধর তিলক

০৪) শেরশাহের সেনাপতি কে ছিলেন ?

উত্তর. ব্রহ্মজিত গৌড়

০৫) ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকরা চালু করেছিলেন ?

উত্তর. কুষাণ

০৬) জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উত্তর. ডাফরিন

০৭) কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল ?

উত্তর. দ্বিতীয় শাহ আলম

০৮) রামচরিত কার রচনা ?

উত্তর. সন্ধ্যাকর নন্দী

০৯) কনৌজ এ ১৫৪০ খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কে ?

উত্তর. হুমায়ুন

১০) সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর. ক্যানিং

১১) আমির খসরু কার সভাকবি ছিলেন ?

উত্তর. আলাউদ্দিন খলজি

১২) বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিলেন ?

উত্তর. ধর্মপাল

১৩) বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর. আলাউদ্দিন বাহমান শাহ

১৪) চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?

উত্তর. সেলুকাস

১৫) বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

উত্তর. মনসুর আলী খান

১৬) মানুষের কালাজ্বর ব্যাধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায় ?

উত্তর. ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই

১৭) কোন উষ্ণতায়, 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে ?

উত্তর. 4⁰

১৮) পিডাংকেল কি ?

উত্তর. ফুলের বৃন্ত

১৯) পারদ এর বিশেষ কোন গুনের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটার ব্যবহার করা হয় ?

উত্তর. তাপের সুপরিবাহী

২০) একজন প্রাপ্তবয়স্কের হৃদপিন্ড প্রতি ঘন্টায় যে পরিমান রক্ত পাম্প করে তা প্রায় –

উত্তর.  ৩০০ লিটার

২১) রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?

উত্তর. স্পিগমোম্যানোমিটার

২২) একটি 200V – 100W বালবের রোধ –

উত্তর. ৪০০ ওহম

২৩) কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?

উত্তর. ভিটামিন K

২৪) আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার পান ?

উত্তর. বিশেষ আপেক্ষিকতাবাদ

২৫) সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে –

উত্তর. আইসো সাইট্রিক অ্যাসিড

২৬) যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হল –

উত্তর. শ্বসন

২৭) ভারতবর্ষে প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন ?

উত্তর. পর্তুগিজ

২৮)  সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে ?

উত্তর.  25%

২৯) স্বত্ববিলোপ নীতি কে প্রণয়ন করেন ?

উত্তর. লর্ড ডালহৌসি

৩০) ২ থেকে ৩০০ -এর মধ্যে কতগুলি এমন সাধারণ সংখ্যা আছে যেগুলি ৭ দ্বারা বিভাজ্য ?

উত্তর. ৪২ টি

৩১) ভারতবর্ষের কোন দ্রাঘিমাংশকে standard meridian বলা হয় ?

উত্তর. 82⁰30/ পূর্ব

৩২) কোন চালুক্য অধিপতি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ?

উত্তর. প্রথম পুলকেশী

৩৩) ভারতবর্ষের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে ?

উত্তর. উত্তর প্রদেশ

৩৪) কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় ?

উত্তর. দুর্গাপুর

৩৫) Right to education Act কবে প্রণীত হয়েছিল ?

উত্তর. ৪ঠা আগস্ট, ২০০৯

৩৬) JAVA এর ডেভলপার কে ?

উত্তর. জেমস গসলিং

৩৭) ভারতের sex ratio ২০০১ অনুযায়ী কত ছিল ?

উত্তর. ৯৩৩

৩৮) বীরাঙ্গনা কাব্যের রচয়িতা কে ?

উত্তর. মাইকেল মধুসূদন দত্ত 

৩৯) শ্বেত রক্তকণিকা কবে আবিষ্কৃত হয় ?

উত্তর. ১৯২২

৪০) ফ্রান্সের সর্বোচ্চ সামরিক সম্মানের নাম কি ?

উত্তর. লিজিয়ন অফ অনার

৪১) প্রথম কত সালে পদ্মভূষণ সম্মান দেওয়া শুরু হয় ?

উত্তর. ১৯৬৯ সালে

৪২) কোন রাজ্য ২০২২ সালে দ্বিতীয় নর্থ ইস্ট অলিম্পিক গেমস আয়োজন করবে ?

উত্তর. মেঘালয়

৪৩) সম্প্রতি তাম্বারা হ্রদ রামসার সাইডের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর. উড়িষ্যা

৪৪) কোন ভারতীয় ক্রীড়াবিদ ক্যানো স্প্রিন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২২ এ প্রথম পদক জিতেছেন ?

উত্তর. পূজা ওঝা

৪৫) কোন রাজ্য একটি সেমিকন্ডাক্টর নীতি ২০২২ – ২৭ উন্মোচন করেছে ?

উত্তর. গুজরাট

Leave a Comment