WBP কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর – WBP Constable Important Questions: আপনি কি WBP Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Gksolve.in আপনার জন্য নিয়ে এসেছে “WBP কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর”। যা আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় থেকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে WBP কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Google News এ আমাদের ফলো করুন
WBP কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর – WBP Constable Important Questions
১. ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত ?
উঃ দেরাদুন।
২. ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন ?
উঃ সরদার বল্লভ ভাই প্যাটেল।
৩. স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন ?
উঃ আর.কে. সম্মুগম চেট্টি।
৪. ‘শান্তিবন’ কার সমাধিস্থল ?
উঃ পন্ডিত জহরলাল নেহেরু।
৫. ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।
৬. ভারতের প্রথম ব্যাঙ্ক কোনটি ?
উঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।
৭. ভারতের প্রথম মেডিকেল কলেজ কোনটি ?
উঃ কলকাতা মেডিকেল কলেজ।
৮. ভারতের প্রথম যুদ্ধ জাহাজের নাম কি ?
উঃ INS ‘Vinash’.
৯. ভারতের প্রথম সুপ্রিমকোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন ?
উঃ মীরাসাহেব ফাতেমা বিবি।
১০. ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কে ছিলেন ?
উঃ জি. শংকর কুরুপ।
১১. ভারতের পরমাণু গবেষণার জনক কাকে বলা হয় ?
উঃ হোমি জাহাঙ্গীর ভাবা।
১২. ভারতের প্রথম ডিজিটাল জেলা কোনটি ?
উঃ মহারাষ্ট্রের নাগপুর জেলা ।
১৩. ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি ?
উঃ ফারাক্কা।
১৪. ভারতের বৃহত্তম কারাগার কোনটি ?
উঃ তিহার সেন্ট্রাল জেল (দিল্লি)।
১৫. ভারতে প্রথম ATM চালু হয় কত সালে ?
উঃ ১৯৮৭ সালে
১৬. আধুনিক শল্যচিকিৎসার জনক কাকে বলা হয় ?
উঃ অ্যামব্লোজকে।
১৭. পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা শহীদ হয়েছিলেন ?
উঃ মাতঙ্গিনী হাজরা।
১৮. ভারতীয় চিত্রশিল্পের জনক কাকে বলা হয় ?
উঃ নন্দলাল বসু।
১৯. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম কি ?
উঃ গুয়েইরা (ব্রাজিল)।
২০. রেলওয়ে সপ্তাহ কবে পালন করা হয় ?
উঃ ১৩ – ১৯ এপ্রিল।
২১. পৃথিবীর উচ্চতম বিমানবন্দর কোনটি ?
উঃ বাংগদা বিমানবন্দর (তিব্বত)।
২২. ‘স্ট্যাচু অফ ইউনিটি’ কোথায় অবস্থিত ?
উঃ গুজরাট।
২৩. ফটিক চরিত্রটির স্রষ্টা কে ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
২৪. বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
উঃ ২২ মার্চ।
২৫. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস কবে পালিত হয় ?
উঃ ৫ ডিসেম্বর।
২৬. SAARC কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
২৭. শহীদ দিবস কবে পালিত হয় ?
উঃ ৩০ জানুয়ারি।
২৮. মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত ?
উঃ মাদুরাই (তামিলনাড়ু)
২৯. চিতোর স্তম্ভ কোথায় অবস্থিত ?
উঃ চিতোর (রাজস্থান)
৩০. শহীদ মিনার কোথায় অবস্থিত ?
উঃ কলকাতা।
৩১. পৃথিবীর বৃহত্তম গির্জা কোনটি ?
উঃ পৃথিবীর বৃহত্তম গির্জা সেন্ট পিটার যেটি রোম এ অবস্থিত।
৩২. ইউনাইটেড প্রেস কোন দেশের সংবাদ এজেন্সি ?
উঃ আমেরিকা।
৩৩. চারমিনার কোথায় অবস্থিত ?
উঃ হায়দ্রাবাদ।
৩৪. পৃথিবীর বৃহত্তম উপসাগরের নাম কি ?
উঃ মেক্সিকো উপসাগর।
৩৫. সড়ক নিরাপত্তা সপ্তাহ কবে পালিত হয় ?
উঃ ৫ – ১১ জানুয়ারি।
৩৬. UNESCO – র সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উঃ ফ্রান্সের প্যারিসে।
৩৭. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।
৩৮. ভারতের প্রথম আই.সি.এস. অফিসার কে ছিলেন ?
উঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর।
৩৯. কোন বাঙালি সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন ?
উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৪০. ‘রিটা’ কোন দেশের সংবাদ এজেন্সি ?
উঃ রাশিয়া।
৪১. ইউরোপের খেলার মাঠ বলা হয় –
উঃ সুইজারল্যান্ডকে।
৪২. সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?
উঃ লাদাখ।
৪৩. আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উঃ জর্জ ওয়াশিংটন।
৪৪. বিশ্বের বৃহত্তম প্রাচীর কোনটি ?
উঃ চীনের প্রাচীর।
৪৫. People’s Majlis কোন দেশের পার্লামেন্টের নাম ?
উঃ মালদ্বীপ।
৪৬. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উঃ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ড: প্রফুল্ল চন্দ্র ঘোষ ।
৪৭. ‘অন্তরা’ কোন দেশের সংবাদ এজেন্সি ?
উঃ ইন্দোনেশিয়া।
৪৮. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ?
উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী।
৪৯. ‘ম্যালেট’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ পোলো খেলা।
৫০. হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি কে ছিলেন ?
উঃ রমাপ্রসাদ রায়।
ডাউনলোড WBP কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর
File Details:-
File Name:- Police Constable Practice Set
File Format:- PDF
Quality:- High
File Size:- 2 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download
Download: Answer Key Click Here