পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বই PDF – WBP Constable Practice Set Book in Bengali: আজ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বইটি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। WBP Constable Practice Set Book in Bengali গুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বই PDF – WBP Constable Practice Set Book in Bengali
০১) কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?
উত্তর. অ্যাটর্নি জেনারেল
০২) হাইড্রোলিক প্রেসের নীতি কোন সূত্রের উপর নির্ভরশীল ?
উত্তর. পাস্কালের সূত্র
০৩) লোকসভার প্রথম স্পিকার কে ?
উত্তর. গণেশ বাসুদেব মাভালঙ্কার
০৪) ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর. চক্রবর্তী রাজা গোপালাচারী
০৫) ভজন সোপারি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর. সন্তুর
০৬) ফ্রেঞ্চ ওপেন ২০২২ পুরুষদের একক শিরোপা জিতলেন কে ?
উত্তর. রাফায়েল নাদাল
০৭) World Wide Web এর উদ্ভাবন করেন কে ?
উত্তর. টিম বার্নস লি
০৮) কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে ?
উত্তর. ১৯৬৭
০৯) Back to Vedas স্লোগানটির প্রবর্তক কে ?
উত্তর. স্বামী দয়ানন্দ সরস্বতী
১০) কোন দেশের সহযোগিতায় কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে ?
উত্তর. রাশিয়া
১১) স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন কত খ্রিস্টাব্দে ?
উত্তর. ১৮৯৭ সালে
১২) সালোকসংশ্লেষের জন্য কোনটি অবশ্যই গুরুত্বপূর্ণ ?
উত্তর.কার্বন-ডাই-অক্সাইড
১৩) কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন ?
উত্তর. ই ভি রামস্বামী নাইকার
১৪) ICC 2019 ওডিআই ক্রিকেটার অফ ক্রিকেটার পুরস্কার জিতেছে ?
উত্তর. রোহিত শর্মা
১৫) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নতুন করে মোট কয়টি জেলার ঘোষণা করলেন ?
উত্তর. ৭
১৬) ষোড়শ মহাজনপদ কোন বইতে উল্লেখিত হয়েছে ?
উত্তর. অঙ্গুরত্ব নিকায়
১৭) কাকে ভারতের Local Self Government এর জনক বলা হয় ?
উত্তর. লড রিপন
১৮) হাঁপানি বা তীব্র শ্বাসকষ্ট রোধে কোন হরমোন প্রয়োগ করা হয় ?
উত্তর. অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন
১৯) ভারতীয় অর্থনীতি কি ?
উত্তর.মিশ্র অর্থনীতি
২০) নিরাজ চোপড়া সম্প্রতি কত মিটারে জ্যাফলিন থ্রো তে নতুন রেকর্ড গড়লেন ?
উত্তর. ৮৯.৩ মিটার
২১) হুতুম পেঁচা কার ছদ্মনাম ?
উত্তর. কালীপ্রসন্ন সিংহ
২২) কোন আন্দোলনকে নামধারী আন্দোলন বলা হয় ?
উত্তর. কুকা
২৩) বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?
উত্তর. সমাচার দর্পণ
২৪) ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হলো –
উত্তর.অঙ্গরাজ্যের বিষয়
২৫) কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ এর প্রস্তাব গ্রহণ করে ?
উত্তর. ১৯২৯
২৬) লোদী বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন ?
উত্তর. সিকান্দার শাহ লোদী
২৭) ভারতের ৪৯ তম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তর.উদয় উমেশ ললিত
২৮) বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর. কৃষ্ণা
২৯) যখন আপাতন কোন দুটি মাধ্যমে সংকট কোণের সমান হয়, তখন প্রতিসরণ কোণের মান কত হয় ?
উত্তর. 90⁰
৩০) সুন্দরবনের কর্দমাক্ত নিচু জলাভূমিকে কি বলে ?
উত্তর. বাদা
৩১) National science Day কবে পালন করা হয় ?
উত্তর. 28 ফেব্রুয়ারি
৩২) লোকসভার স্পিকার মান – মর্যাদায় কোন পদাধিকারীর সমতুল্য ?
উত্তর. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
৩৩) সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর. প্রমথ চৌধুরী
৩৪) পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর. ১৫৫৬
৩৫) শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর. ১৮১৮
৩৬) ইস্ট্রোজেন হরমোন কোন্ স্থান থেকে ক্ষরিত হয় ?
উত্তর. ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে
৩৭) কোন বিষয়টি যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত ?
উত্তর. শিক্ষা
৩৮) গান্ধীজী প্রথম ও শেষ বারের জন্য সভাপতি হন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ?
উত্তর. বেলগাঁও অধিবেশন
৩৯) CIL এর ফুল ফর্ম কি ?
উত্তর. Coal India Limited
৪০) বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর. মধ্যপ্রদেশ