পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সিলেবাস – WBP Constable Syllabus in Bengali: WBP Constable নিয়োগের পরীক্ষা প্রায় প্রতিবছরই হয়, যেখানে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে একাধিক কনস্টেবল নিয়োগ করা হয়। পরীক্ষাটির WBP Constable Syllabus in Bengali টিও ঠিক করে ‘পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড’। নিয়োগ প্রক্রিয়ার প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার সিলেবাসের মধ্যে কিছু সাদৃশ্য দেখা যায়। কিছু বিষয় থেকে দুটি পরীক্ষাতেই প্রশ্ন আসে, তাই সেই বিষয়গুলির সিলেবাস প্রায় একই থাকে। মেইন পরীক্ষাতে প্রিলিমিনারি পরীক্ষার বিষয়গুলি ছাড়াও নতুন কিছু বিষয় থেকে প্রশ্ন হয়। আজ আমরা এই WBP Constable Exam-এর Pattern & Syllabus নিয়ে আলোচনা করবো।
What is WBP Exam? – WBP পরীক্ষা কি?
‘West Bengal Police Recruitment Board’ একটি সরকারি প্রতিষ্ঠান যার মাধ্যমে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় । ২০২১ সাল থেকে কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বও এই বোর্ডকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের মূলত দুটি পদের নিয়োগ প্রক্রিয়ার ভার থাকে এই West Bengal Police Recruitment Board-এর অধীনে। নিয়োগের নোটিশ পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বের হয়, যেখানে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারে।
What is the Educational Qualification for Police Constable? – যোগ্যতা কি লাগে
যোগ্যতা হিসাবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য পুলিশ বোর্ড থেকে শুধু মাধ্যমিক পাশ চাওয়া হয়। দেশের যেকোনো সরকারি অনুমোদিত বোর্ড থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য ডিগ্রী থাকলেই এই পদের জন্য আবেদন করা যায়। প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, দেশের যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে, কিন্তু প্রার্থীর বাংলা ভাষায় লিখতে, পড়তে, বলতে পারা বাধ্যতামূলক করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য পদটি উপযুক্ত।
শিক্ষাগত যোগ্যতা ছাড়াও অন্যান্য পুলিশের পরীক্ষার মতো এখানেও শারীরিক মাপজোকের বিষয়টি দেখা হয়, সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও নেওয়া হয়। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল-
WBP constable height weight chart – শারীরিক মাপজোক
পদের নাম | উচ্চতা | ছাতি | ওজন |
---|---|---|---|
Constable (পুরুষ) | ১৬৩ সেমি | ৭৮ সেমি (৮৩ সেমি ফুলিয়ে) | ৫৭ কেজি |
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি প্রার্থীদের জন্য | ১৬০ সেমি | ৭৬ সেমি (৮১ সেমি ফুলিয়ে) | ৫৩ কেজি |
পদের নাম | উচ্চতা | ওজন |
---|---|---|
Constable (মহিলা) | ১৬০ সেমি | ৪৯ কেজি |
গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি প্রার্থীদের জন্য | ১৫২ সেমি | ৪৫ কেজি |
WBP Constable Physical Test Details
Constable (পুরুষ) | ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়াতে হবে |
Constable (মহিলা) | ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হবে |
What Is The West Bengal Police Constable Exam Pattern?
উত্তীর্ণ পরীক্ষার্ত্রীরা পরবর্তী ধাপে শারীরিক মাপজোক ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেওয়ার সুযোগ পায়। এই টেস্ট দুটিতে উত্তীর্ণ হলে শেষে মেইন পরীক্ষা নেওয়া হয়। মেইন পরীক্ষায় মোট ৪টি বিষয় থেকে ৮৫ নম্বরের প্রশ্ন দেওয়া হয় যার সময়সীমা থাকে ৬০ মিনিট। বিষয়গুলি হল –
বিষয় | প্রশ্ন | মোট নম্বর |
---|---|---|
জেনারেল স্টাডিস | ৫০টি | ৫০ নম্বর |
মেন্টাল এবিলিটি | ৩০টি | ৩০ নম্বর |
রিসনিং | ২০টি | ২০নম্বর |
উত্তীর্ণ পরিক্ষাত্রীরা পরবর্তী ধাপে শারীরিক মাপজোক ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেওয়ার সুযোগ পায়। এই টেস্ট দুটিতে উত্তীর্ণ হলে শেষে মেইন পরীক্ষা নেওয়া হয়। মোট ৪টি বিষয় থেকে ৮৫ নম্বরের প্রশ্ন দেওয়া হয় যার সময়সীমা থাকে ৬০ মিনিট। বিষয়গুলি হল–
বিষয় | প্রশ্ন | মোট নম্বর |
---|---|---|
ইংলিশ | ২৫টি | ২৫ নম্বর |
সাধারণ জ্ঞান | ২৫টি | ২৫ নম্বর |
অংক | ২০টি | ২০ নম্বর |
রিসনিং | ১৫টি | ১৫ নম্বর |
WBP Constable Syllabus in Bengali
WBP Constable Preliminary Exam Syllabus
General Awareness – জেনারেল স্টাডিস
- ভারতীয় রাজনীতি
- দেশ ও তাদের রাজধানী
- ইতিহাস
- ভূগোল
- ভারতীয় অর্থনীতি
- ব্যাঙ্কিং ব্যাবস্থা
- ভৌত বিজ্ঞান
- জীবন বিজ্ঞান
- রসায়ন বিজ্ঞান
- ক্রীড়া
- দেশ বিদেশের পুরস্কার
- ভারতীয় সংবিধান
- পঞ্চবার্ষিকী পরিকল্পনা
- ভারত ও প্রতিবেশী দেশ
- ভারতীয় সংস্কৃতি
- কারেন্ট অ্যাফেয়ার্স , etc
Mental Ability – মেন্টাল এবিলিটি
- সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ
- অনুপাত
- Statements & Conclusions
- সময় ও দূরত্ব
- লাভ ও ক্ষতি
- Discount
- পরিমিতি
- সময় ও কার্য
- Fundamental arithmetical operations
- Statement & Condition
- গড়
- শতাংশ
- দশমিকের অংক
- পাটিগণিত
- নৌকা ও স্রোতের অংক
Reasoning – রিসনিং
- Blood Relation
- Clocks Calendar and Age
- Input and Output
- Statements and Conclusions
- Cause and Effect
- Statement and Assumptions
- Puzzles Series
- Coding and Decoding
- Day Sequence
- Syllogism
- Course of Action
- Logical Problems
- Inferences
- Logical Deductions
- Symbols and Notations
- Analogies
- Data Sufficiency
- Decision Making
- Cubes and Dices
- Direction and Senses
- Statements and Arguments
WBP Constable Mains Exam Syllabus
প্রিলিমিনারি পরীক্ষার ৩টি বিষয় ছাড়াও ইংলিশ বিষয়টি থেকে মেইন পরীক্ষায় প্রশ্ন আসে। এই ইংলিশ বিষয়টির সিলেবাসটি হল-
English – ইংলিশ
- Substitution
- Synonyms
- Antonyms
- Sentence Arrangement
- Idioms and Phrases
- Sentence Improvement
- Para Completion
- Spelling Test
- Joining Sentences
- Fill in the blanks
- Sentence Completion
- Prepositions
- Transformation
- Active and Passive Voice
- Spotting Errors
- Passage Completion
- Error Correction (Phrase in Bold)