পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর – West Bengal Geography Gk

Rate this post

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর : পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য পূর্ব ভারতে বঙ্গোপসাগরের উত্তর দিকে বাংলাদেশের সীমান্তে অবস্থিত। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, এই রাজ্যের জনসংখ্যা ৯ কোটি ১৩ লক্ষেরও বেশি। জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ (West Bengal Geography Gk) ভারতের চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য (প্রথম-উত্তর প্রদেশ, দ্বিতীয়- মহারাষ্ট্র, তৃতীয়-বিহার)। এই রাজ্যের আয়তন ৮৮৭৫২ বর্গ কি. মি.। পশ্চিমবঙ্গ বাংলাভাষী বাঙালি জাতি অধ্যুষিত অবিভক্ত বাংলার একটি অংশ।

এই রাজ্যের পূর্ব দিকে বাংলাদেশ রাষ্ট্র এবং উত্তর দিকে নেপাল ও ভুটান রাষ্ট্র অবস্থিত। ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিক্কিম ও অসম রাজ্যও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। রাজ্যের রাজধানী কলকাতা শহরটি হল ভারতের সপ্তম বৃহত্তম মহানগরী৷ ভৌগোলিক দিক থেকে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ, রাঢ় অঞ্চল ও উপকূলীয় সুন্দরবনের অংশবিশেষ এই রাজ্যের অন্তর্গত। বাঙালিরাই এই রাজ্যের প্রধান জাতিগোষ্ঠী এবং রাজ্যের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশই বাঙালি হিন্দু।

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর – West Bengal Geography Gk

১. বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় ?

উত্তরঃ বক্সা ডুয়ার্সে

২. করোনেশন ব্রিজ অবস্থিত ?

উত্তরঃ তিস্তা নদীর ওপর

৩. কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে ?

উত্তরঃ তারাপুর

৪. দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত ?

উত্তরঃ ডেকানট্রাপ

৫. পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় ?

উত্তরঃ শিলিগুড়িকে

৬. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার কাকে বলে ?

উত্তরঃ ক্যানিং

৭. বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা সেটি কি নামে পরিচিত ?

উত্তরঃ পুরুলিয়া

৮. কোন তারিখে বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে ?

উত্তরঃ 21 শে জুন

৯. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় ?

উত্তরঃ দক্ষিণ 24 পরগনা

১০. ‘Chicken’s Neck’ কোন জায়গাকে বলা হয় ?

উত্তরঃ উত্তর দিনাজপুরের চোপড়াকে

১১. ‘City of Joy’ কাকে বলা হয় ?

উত্তরঃ কলকাতাকে

১২. বাংলার উত্তরের সমভূমি অংশ কি নামে পরিচিতি ?

উত্তরঃ বরেন্দ্রভূমি

১৩. বাংলা ও নেপাল সীমান্তে কোন পাহাড় রয়েছে ?

উত্তরঃ সিঙ্গলিলা

১৪. বাংলার সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কী ?

উত্তরঃ সান্দাকফু

১৫. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ গোর্গাবুরু

১৬. বাংলায় কোথায় বালিয়াড়ি দেখা যায় ?

উত্তরঃ উপকূলীয় সমভূমিতে

১৭. রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কি প্রকৃতির ?

উত্তরঃ তরঙ্গায়িত

১৮. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ ঋষিলা

১৯. বক্স গিরিখাত দিয়ে কোথায় যাওয়া যায় ?

উত্তরঃ ভুটানে

২০. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায় ?

উত্তরঃ বীরভূমে

২১. পেডং কথার অর্থ ?

উত্তরঃ অর্কিডের শহর

২২. তরাই শব্দের অর্থ কী ?

উত্তরঃ স্যাঁতসেঁতে ভূমি

২৩. শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?

উত্তরঃ বাঁকুড়া জেলায়

২৪. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station কোনটি ?

উত্তরঃ ঘুম

২৫. রাঙামাটির দেশ কাকে বলা হয় ?

উত্তরঃ রাঢ় অঞ্চলকে

২৬. মথুরাখালি পাহাড় কোথায় অবস্থিত ?

উত্তরঃ বীরভূমে

২৭. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোন স্থানে ?

উত্তরঃ ধুলিয়ানে

২৮. গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে ?

উত্তরঃ 520 কিমি

২৯. বাংলার প্রধান নদী কোনটি ?

উত্তরঃ গঙ্গা

৩০. কোন নদকে বলা হয়, বাংলার দুঃখ ?

উত্তরঃ দামোদর

৩১. বহরমপুর কি জন্য বিখ্যাত ?

উত্তরঃ রেশম শিল্পের জন্য

Leave a Comment