পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর – West Bengal Police Constable Questions and Answers: আজ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তরটি উপস্থাপিত করা হল। এই পর্বে থাকছে গুরুত্বপূর্ণ 50 টি জিকে প্রশ্ন ও সাথে উত্তর। West Bengal Police Constable Questions and Answers প্রশ্ন উত্তরগুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল Preli. & Main পরীক্ষা ছাড়াও সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রশ্নোত্তর – West Bengal Police Constable Questions and Answers
০১) যাগযজ্ঞের বর্ণনা পাওয়া যায় কোন গ্রন্থ থেকে ?
উত্তর. সাম বেদ
০২) নীচের কোন এলাকায় নব্য প্রস্তর যুগের সময়ে কুকুরকে তার মনিরের সঙ্গে সমাধি দেওয়ার রীতি আবিষ্কৃত হয়েছিল ?
উত্তর. বুরজাহোম
০৩) কোন যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে মনে করা হতো ?
উত্তর. ঋক বৈদিক যুগ
০৪) কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয় ?
উত্তর. মধ্য প্রস্তর যুগ
০৫) হরপ্পার কোথায় ওজনের যন্ত্র মিলেছে ?
উত্তর. লোথাল
০৬) লাঙ্গলের টেরাকোটা মডেল কোথায় পাওয়া গেছে ?
উত্তর. বনওয়ালি
০৭) কোন প্রাচীন গ্রন্থে বর্ন ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ?
উত্তর. ঋকবেদ
০৮) দা ইন্ডিয়ান সোশিয়লজিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
উত্তর. শ্যামজি কৃষ্ণবর্মা
০৯) ভারতের শীতলতম স্থানের নাম কি?
উত্তর. ড্রাস
১০) ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?
উত্তর. সত্যজিৎ রায়
১১) রুবেলা জীবাণু থেকে কোন রোগের সৃষ্টি হয় ?
উত্তর. হাম
১২) খাদ্য সংরক্ষণে কোন অ্যাসিড লাগে ?
উত্তর. অ্যাসিটিক অ্যাসিড
১৩) ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল ?
উত্তর. ১৭৭০ সালে
১৪) কার সময়ে সুপ্রিম কোর্ট চালু হয় ?
উত্তর. ওয়ারেন হেস্টিংস
১৫) আপেক্ষিক রোধের এস আই একক কি ?
উত্তর. ওহম – মিটার
১৬) BRICS – এর সদস্য নয় নিম্নের কোন দেশটি ?
উত্তর. থাইল্যান্ড
১৭) NABARD এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উত্তর. মুম্বাই
১৮) RTI আইন কত সালে পাশ হয় ?
উত্তর. ২০০৫ সালে
১৯) ভারতীয় রুপি প্রতীকটি ডিজাইন কে করেছিলেন ?
উত্তর. উদয় কুমার ধর্মলিঙ্গম
২০) বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর. আচার্য প্রফুল্ল চন্দ্র রায়
২১) ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগটি ব্যবহার করা হয় ?
উত্তর. সিলভার ব্রোমাইড
২২) গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রটির সৃষ্টিকর্তা কে ?
উত্তর. শরবিন্দু বন্দোপাধ্যায়
২৩) আধুনিক পর্যায় সারণির প্রথম ধাতব উপাদান কোনটি ?
উত্তর. লিথিয়াম
২৪) সিংহাসনের আরোহন এর আগে কোন সুলতান ক্রীতদাসদের না ?
উত্তর. আলাউদ্দিন খলজী
২৫) প্রথম শিল্পনীতি রেজুলেশন কবে গৃহীত হয় ?
উত্তর. ১৯৪৮ সালে
২৬) গান্ধীজী প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন ?
উত্তর. চম্পারন
২৭) চাঁদের পাহাড় উপন্যাসের রচয়িতার নাম কি ?
উত্তর. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২৮) World Radio Day কবে পালন করা হয় ?
উত্তর. ১৩ ই ফেব্রুয়ারি
২৯) উরুগুয়ের মুদ্রার নাম কি ?
উত্তর. পেসো
৩০) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
উত্তর. সুচেতা কৃপালিনী
৩১) ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন কে হন ?
উত্তর. অ্যাসলেক বাটি