পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর PDF

Rate this post

আজ পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর PDF গুলি আপনাদের শেয়ার করছি, যেগুলি আগত Primary TET পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ সাহায্য করবে। এখানে মূলত বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলিই লিপিবদ্ধ করা হয়েছে, যা আপনাদের খুবই কাজে লাগবে বলে আমরা মনে করি।

পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট এর প্রশ্ন উত্তর PDF

০১) পাখি সব করে রব রাতি পোহাইলো, কাননে কুসুমকলি সকলি ফুটিলো – কবিতাটি কার লেখা ?

উত্তর. মদনমোহন তর্কালঙ্কার

০২) সপ্তর্ষি এর ব্যাসবাক্য সহ এর সমাস নির্ণয় করো ।

উত্তর. সপ্ত ঋষির সমাহার – দ্বিগু সমাস

০৩) বাক্য সংকোচন কর – নাভি পর্যন্ত লম্বা হার

উত্তর. ললন্তিকা

০৪) লিঙ্গ পরিবর্তন করুন – ঈশ্বর

উত্তর. ঈশ্বরী

০৫) মশগুল শব্দের অর্থ কি ?

উত্তর. নিবিষ্ট

০৬) কুফল থেকে কুলুপ এখানে কোন ধ্বনি পরিবর্তনের নিয়ম মানা হয়েছে ?

উত্তর. ধ্বনি বিপর্যয়

০৭) সমাস লেখ – জগদীশ

উত্তর. জগতের ঈশ – সম্বন্ধ তৎপুরুষ

০৮) রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইয়ের ছবিগুলি কে এঁকেছিলেন ?

উত্তর. নন্দলাল বসু

০৯) রাজশাহী, পাবনা, মালদা, দক্ষিণ দিনাজপুর প্রভৃতি অঞ্চলে কোন উপভাষা প্রচলিত আছে ?

উত্তর. বারেন্দ্রী

১০) য এবং ব কোন শ্রেণীর অন্তর্গত ?

উত্তর. অর্ধস্বর

১১) যে ধ্বনি উচ্চারণে ধ্বনি বাহী বায়ু কণ্ঠতন্ত্রীতে ব্যাহত হয় না, তাকে কি ধ্বনি বলে ?

উত্তর. অঘোষ ধ্বনি

১২) মাতৃভাষা হলো বুদ্ধিবৃত্তির সঞ্জীবনী রসায়ন – উক্তিটি কার ?

উত্তর. আশুতোষ মুখার্জি

১৩) যে সব শব্দের  ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের মিল নেই তাকে কি বলে ?

উত্তর. রূঢ়ি শব্দ

১৪) আক্কেল সেলামি এর অর্থ কি ?

উত্তর. বোকামির শাস্তি

১৫) তালব্য ব্যঞ্জনবর্ণের উচ্চারণ স্থান কোনটি ?

উত্তর. তালু ও জিহবার সম্মুখ (

১৬) রাজা তোর কাপড় কোথায় – বিখ্যাত লাইন বিশিষ্ট উলঙ্গ রাজার কবি কে ?

উত্তর. নীরেন্দ্রনাথ চক্রবর্তী

১৭) নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন চরিত্রের স্রষ্ঠা ?

উত্তর. টেনিদা

১৮) গ্যলিভাস ট্রাভেলস কার লেখা ?

উত্তর. জোনাথন সুফটস

১৯) অজিন কি ?

উত্তর. হরিণের চামড়া

২০) তারাপীঠ থেকে বন্ধুরা আসবে – এটি কোন বিভক্তি ?

উত্তর. অপাদান কারকে শূন্য বিভক্তি

২১) চাঁদের পাহাড় গ্রন্থটি কার লেখা ?

উত্তর. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

২২) র এবং ল কি ধরনের স্বর ?

উত্তর. তরলস্বর

২৩) তৎসম শব্দের উদাহরণ দাও ।

উত্তর. প্রভাত

২৪) গোসাই শব্দের লিঙ্গ পরিবর্তন কর ?

উত্তর. মা গোসাই

২৫) কোন গোয়েন্দা চরিত্রটি বয়সে সবচেয়ে নবীন ?

উত্তর. প্রোদোষ চন্দ্র মিত্র

২৬) আনন্দ, ঘৃণা ভয় প্রভৃতি আবেগ প্রকাশ করার জন্য বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয় ?

উত্তর. বিরাম চিহ্ন

২৭) কোন ব্যক্তিকে প্রকৃতিপ্রেমিক কথা সাহিত্যিক বলা হয় ?

উত্তর. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

২৮) সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন সিনেমার মূল কাহিনীকার কে ?

উত্তর. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২৯) অক্ষর পরিচয় বইতে গোপাল রাখাল – গল্পটি কার লেখা ?

উত্তর. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩০)  বাক্যের মধ্যে ক্রিয়া পদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্বন্ধ কে কি বলে ?

উত্তর. কারক

Leave a Comment