হিমপ্রাচীর কাকে বলে? | What Do You Mean By Ice Wall?: উষ্ণ সমুদ্র স্রোতের হালকা নীল জলরাশি এবং শীতল সমুদ্র স্রোতের গাঢ় সবুজ জলরাশি যে সীমারেখায় মিলিত হয়, তাকে হিমপ্রাচীর বলে।
হিমপ্রাচীরের বৈশিষ্ট্য
১)হিমপ্রাচীর হলো বিপরীতমুখী এবং বিপরীতধর্মী দুটি সমুদ্রস্রোতের মিলনস্থল।
২)হিমপ্রাচীর অঞ্চলে উষ্ণতার পার্থক্য পরিলক্ষিত হয় এবং ঝড়ঝঞ্ঝা ও কুয়াশা সৃষ্টি হয়।
৩)হিমপ্রাচীর অঞ্চলে উষ্ণ নীল জলের নিচে শীতল গাঢ় সবুজ জলের অবস্থান স্পষ্টত সীমারেখা সৃষ্টি করে।
হিমপ্রাচীরের উদাহরণ: আটলান্টিক মহাসাগরে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর দেখা যায়।