শৈবাল সাগর কাকে বলে? | What Do You Mean By Sea Algae?: উত্তর আটলান্টিক মহাসাগরে 20°-35° উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অংশে যে স্রোতহীন সামুদ্রিক আগাছা ও শৈবাল দ্বারা পূর্ণ জলজ অঞ্চল রয়েছে, তাকে শৈবাল সাগর বলে।
শৈবাল সাগরের উৎপত্তি
উত্তর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় স্রোত ও নিরক্ষীয় স্রোতের মিলিত প্রবাহের দক্ষিণ শাখা পর্তুগালের উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে প্রথমে দক্ষিনে এবং পরে পশ্চিমে ডিম্বাকারে বেঁকে ক্যানারি স্রোত নাম নিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে পুনরায় মিলিত হয়েছে। এর ফলে উত্তর আটলান্টিক মহাসাগরে বেশ কয়েক হাজার বর্গ কিমি অঞ্চল জুড়ে একটি জলাবর্তের সৃষ্টি হয়েছে। এই জলাবর্তের মাঝের স্রোতহীন অংশে বিভিন্ন ধরনের সামুদ্রিক আগাছা ও শৈবাল জন্ম নিয়ে সৃষ্টি হয়েছে শৈবাল সাগর।
শৈবাল সাগরের বৈশিষ্ট্য
১)শৈবাল সাগরের মধ্যে কোন জলপ্রবাহ বা স্রোত থাকে না।
২)শৈবাল সাগর বিভিন্ন সামুদ্রিক আগাছা ও শৈবাল দ্বারা পূর্ণ থাকে।
৩)শৈবাল সাগরের আকৃতি ডিম্বাকার হয়।
শৈবাল সাগরের উদাহরণ: উত্তর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়।