আদমশুমারি কাকে বলে? জনশুমারি – What is Census?

Rate this post

আদমশুমারি কাকে বলে? জনশুমারি (What is Census?): যে কোনো দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহে একটি গুরুত্বপূর্ন উৎস হল আদমশুমারি। আদমশুমারিকে ইংরেজিতে Census বলা হয়, Census একটি ল্যাটিন শব্দ যার অর্থ ট্যাক্স নির্ধারন করা। বর্তমানে পরিবর্তিত হয়ে Census বা আদমশুমারি জনসংখ্যা ভূগোলের প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে।

আদমসুমারি বলতে বোঝায়, কোনো একটি অঞ্চলে, কোনো একটি নিদিষ্ট সময়ে বসবাসকারী জনসংখ্যার অর্থনৈতিক ও সামাজিক অথ্য সংগ্রহ, সাজানো, বিশ্লেষণ এবং প্রকাশ করা।  

আদমশুমারি বা জনগননার দুটি গুরুত্বপূর্ন পদ্ধতি আছে। যথা –

ক) De-facto population census – এটি জনগননারএকটি গুরুত্ব পূর্ন পদ্ধতি। এই ধরণের জনগননার সময় কেবলমাত্র সেই সব ব্যক্তিকে গননা করা হয়, যারা জনগণনার সময় ব্যক্তিগত ভাবে উপস্থিত থাকে।

খ) De-jure population census – এই পদ্ধতিতে একটি এলাকার অন্তর্গত প্রত্যেক ব্যক্তিকে গণনা করা হয়। এই গননা চলাকালীন কোনো ব্যক্তি সেখানে উপস্থিত না থাকলেও তাকে গননার মধ্যে ধরা হয়। তবে সেই অঞ্চলের কোনো অস্থায়ী অধিবাসী বা ঘুরতে আসা কোনো ব্যক্তিকে এই গননার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। বর্তমানে ভারত তথা অন্যান্য দেশে এই পদ্ধতিতেই জন গণনা করা হয়ে থাকে।

  • পৃথিবীর প্রথম আধুনিক জনগণনা শুরু হয় সুইডেনে ১৭৪৯ সালে।
  • ভারতে প্রথম জনগণনা হয় ১৮৭২ সালে ।
  • ভারতে প্রথম পরিপূর্ন আদমশুমারি হয়েছিল ১৮৮১ সালে ।
  • ভারতে প্রতি ১০ বছর অন্তর জনগননা করা হয়।
  • কানাডায় প্রতি ৫ বছর অন্তর জনগননা করা হয়।
  • ২০০৬ সালে অস্ট্রেলিয়া প্রথম অনলাইনের মাধ্যমে জনগননা সম্পূর্ন করে।

Leave a Comment