ইকোটোপ ও বায়োটোপ কী? বায়োটোপ বনাম ইকোটোপ: বায়োটোপ এমন একটি শব্দ যা আপনি অবশ্যই কোনও সময় শুনেছেন। উপসর্গের বায়োতে এটি ইতিমধ্যে বোঝায় যে এটি জীবনকে বোঝায় এবং প্রত্যয় টোপো সহ এটি স্থান বা অঞ্চলকে বোঝায়। সুতরাং, এটি বলা যেতে পারে যে, ব্যুৎপত্তিগতভাবে, বায়োটোপ বলতে কোনও জায়গার জীবনকে বোঝায়।
ইকোটোপ (Ecotope) বলতে কী বোঝ?
ইকোটোপ বলতে কোনো একটি জীব সম্প্রদায়ের যে পরিবেশ বসবাস করে সেই পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক উপাদান(সজীব ও জড় উপাদান) গুলিকে বোঝানো হয়ে থাকে। এটি পরিবেশের সেই উপাদান গুলিকে বোঝানো হয় যেগুলি জীব সম্প্রদায়কে প্রভাবিত করে বা জীব সম্প্রদায় দ্বারা প্রভাবিত হয়। যেমন – সবুজ উদ্ভিদ, মৃত্তিকা, জলভাগ। ইকোটোপ শব্দটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়।
বায়োটোপ (Biotope) বলতে কী বোঝ?
বায়োটোপ শব্দটি গ্রিক শব্দ ‘bios’ যার অর্থ Life বা জীবন ও ‘topos’ যার অর্থ Place বা জায়গা। জার্মান বিজ্ঞানী Friedrich Dahl ১৯০৮ সালে Biotope শব্দটি প্রথম ব্যবহার করেন। বায়োটোপ একটি নিদিষ্ট জীব সম্প্রদায়ের বাসস্থান বা পরস্পর আন্তঃসম্পর্কীত বিভিন্ন জীব প্রজাতির একটি ক্ষুদ্র বাসস্থান। বায়োটোপ শব্দটি ইকোটোপের সংক্ষিপ্ত রূপ।
Biotope শব্দটি Biocoenocis শব্দটির প্রতিপূরক । Karl Mobius ১৮৭৭ সালে Biocoenocis শব্দটির ব্যবহার করেন। Biocoenocis শব্দটির অর্থ একটি নিদিষ্ট বাসস্থানে যেখানে কিছু উদ্ভিদ ও প্রাণী একত্রে বসবাস করছে।