কালবৈশাখী কী? কালবৈশাখী ঝড় এবং এ ঝড়ের কারণ ও প্রভাব।

Rate this post

কালবৈশাখী কী? কালবৈশাখী ঝড় এবং এ ঝড়ের কারণ ও প্রভাব: গ্রীষ্মকালের বিকেলে মূলত এপ্রিল মে মাসে পূর্বভারতের পশ্চিমবঙ্গ ও অসমে এবং বাংলাদেশে যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, তাকে কালবৈশাখী (Kalbaisakhi) বলে।

কালবৈশাখীর নামকরণ

এই ঝড়-বৃষ্টি প্রধানত বৈশাখ মাসে হয় বলে একে কালবৈশাখী বলা হয়।।

কালবৈশাখীর সৃষ্টির কারণ

এপ্রিল-মে মাসে প্রখর সূর্যকিরণের কারণে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সৃষ্ট গভীর নিম্নচাপ কালবৈশাখী সৃষ্টির কারণ।

কালবৈশাখীর বৈশিষ্ট্য

১)প্রধানত এপ্রিল মে মাসে বা গ্রীষ্মকালে বিকেল বা সন্ধ্যার দিকে এই ঝড় বৃষ্টি সৃষ্টি হয়।

২)উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হয় বলে একে নরওয়েস্টার বলে।

৩)কালবৈশাখী ঝড়ের গতিবেগ থাকে ঘন্টায় 60-80 কিমি।

৪)এই ঝড়ের সময় অনেক ক্ষেত্রে শিলা বৃষ্টিও হয়।

৫)অসমে কালবৈশাখী ঝড়কে বরদৈছিলা ছিলা বলা হয়।।

কালবৈশাখীর ফলাফল

১)কালবৈশাখী ঝড়ের ফলে উষ্ণতা 10-15°C কমে যায় ফলে গ্রীষ্মকালের অস্বস্তিকর গরম আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটে।

২)এই ঝড়ের প্রভাবে বোরো ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Leave a Comment