মৌজা কাকে বলে? What is Mouza? | মৌজা কি? মৌজা মানে কি?

Rate this post

মৌজা কাকে বলে? What is Mouza? | মৌজা কি? মৌজা মানে কি?: ভারতীয় আদমশুমারি বিভাগ অনুসারে সর্বনিম্ন প্রশাসনিক একককে মৌজা বলা হয়। প্রতিটি মৌজার একটি নির্দিষ্ট সীমানা থাকে। একটি মৌজা খুব ছোটো হতে পারে, আবার খুব বড় হতে পারে। একটি মৌজা একটি গ্রাম নিয়ে গঠিত হতে পারে। আবার কোন মৌজার মধ্যে একাধিক গ্রামও থাকতে পারে। শুধু তাই নয়, প্রত্যেকটি মৌজার জন্য নির্দিষ্ট মানচিত্র থাকে, যাকে ক্যাডাস্ট্রাল মানচিত্র বলে।

ইঞ্চিতে 1 মাইল স্কেলে অঙ্কন করা হয়। এই মানচিত্রের সংশ্লিষ্ট মৌজার কৃষি জমি, অকৃষি জমি, জলাশয় ইত্যাদি ভূমির ব্যবহার সম্পদকে বিশদে নির্দেশ করা। এক কথায় গ্রামের পোশাকি নাম মৌজা।

Leave a Comment