পেডোলজি ও এডাফোলজি কি ? পেডোলজি ও এডাফোলজি এর পার্থক্য: পেডোলজি কাকে বলে? (What is called Pedology?) মৃত্তিকার উৎপত্তি, গঠনবৈশিষ্ট্য, শ্রেণিবিভাগ ইত্যাদি মৃত্তিকাবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে। মৃত্তিকাবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হলো পেডোলজি।
এডাফোলজি কাকে বলে? (What is called Edaphology?)
মৃত্তিকা ও উদ্ভিদের সম্পর্ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা মৃত্তিকাবিজ্ঞানের যে শাখায় করা হয় তাকে এডাফোলজি (Edaphology) বলে। মৃত্তিকায় কিভাবে উদ্ভিদ জন্মে তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করাই এ শাখার মূল উদ্দেশ্য।
পেডোলজি – মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, বিকাশ ও শ্রেণীবিভাগ ইত্যাদির কথা বর্ননা করা হয়, তাকে পেডোলজি বলে। অর্থাৎ এককথায় বলা যায় মাটির ব্যবহার সম্পর্কে আলোচনা করে পেডোলজি। মাটির গঠন ও উৎপত্তির সঙ্গে সঙ্গে মাটির বিভিন্ন স্তর বিন্যাস সম্পর্কেও পরীক্ষা নিরিক্ষা করে এই পেডোলজি।
এডাফোলজি – মৃত্তিকা বিজ্ঞানের বৈজ্ঞানিক অনুসন্ধানের ফলে দুটি দৃষ্টিভঙ্গি উদ্ভব হয়েছে, তার মধ্যে একটি হল এডাফোলজি। মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটিকে উদ্ভিদের উৎপত্তি, বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যম হিসাবে অনুসন্ধান করা হয়, তাকে বলা হয় এডাফোলজি।
এই দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞানীরা জানতে চেষ্টা করেন কী কারণে বিভিন্ন স্থানে ভিন্ন প্রকৃতির মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়। কিভাবে মাটির উৎপাদিকা শক্তির বৃদ্ধি করা যায়।