পৌর উপকন্ঠ অঞ্চল বা Suburban zone কাকে বলে?
পৌর উপকন্ঠ অঞ্চল (Suburban zone): পৌর উপকন্ঠ অঞ্চল বলতে মূল নগরের সীমান্তবর্তী বা প্রান্তবর্তী অঞ্চলে গড়ে ওঠা জনবসতিকে বোঝায়। এই অঞ্চলে সাধারণত মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা বসবাস করেন এবং এখানকার জনঘনত্ব মাঝারি ধরণের হয়। এই অঞ্চলে উন্নত মানের রাস্তাঘাট দেখতে পাওয়া যায় এবং এই অঞ্চলের সঙ্গে নগরের কেন্দ্রীয় এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হওয়ায় এখানে নিত্যযাত্রীদের বসবাস লক্ষ্য করা যায়। এছাড়া পৌর উপকন্ঠ অঞ্চলে কৃষিযোগ্য জমি, পোল্ট্রি ফার্ম, বিহারী ফার্ম, ফলের বাগান ইত্যাদি দেখতে পাওয়া যায়।