রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য: রিয়া ও ফিয়র্ড উভয় উপকূল হল নিমজ্জিত উচ্চ উপকূল, উভয় উপকূলের গঠন নিমজ্জিত হওয়ার পূর্বের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে।
রিয়া উপকূল :কোনো নদী উপত্যকার সমুদ্র তলদেশে নিমজ্জনের ফলে যে উপকূল গঠিত হয়, তাকে রিয়া উপকূল।
ফিয়র্ড উপকূল :কোনো হিমবাহ সৃষ্ট উপকূল সমুদ্র তলদেশে নিমজ্জিত হলে যে উপকূল গঠিত হয়, তাকে ফিয়র্ড উপকূল বলে।
রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য গুলি হল নিম্ন রূপ
বিষয় | রিয়া উপকূল | ফিয়র্ড উপকূল |
ব্যুৎপত্তি গত অর্থ | ‘Ria’ একটি স্পেনীয় শব্দ, যার অর্থ নদী উপত্যকার নিমজ্জিত অংশ। | ‘Fiord’ একটি নরওয়েজীয় শব্দ, যার অর্থ দীর্ঘ ও সংকীর্ন খাঁড়ি । |
সৃষ্টির কারণ | উচ্চ পার্বত্য অঞ্চল বা নদী উপত্যকার নিমজ্জনের ফলে রিয়া উপকূলের সৃষ্টি হয়। | বরফমুক্ত হিমবাহ উপত্যকার নিমজ্জনের ফলে ফিয়র্ড উপকূলের সৃষ্টি হয়। |
আকৃতি | রিয়া উপকূল ফানেল বা ‘V’ আকৃতির হয়। | ফিয়র্ড উপকূল ‘U’ আকৃতির হয়। |
পরিলক্ষিত অঞ্চল | আয়ারল্যান্ডের দক্ষিন পশ্চিম উপকূল ভাগে ও স্পেনের উত্তর পশ্চিম উপকূল ভাগে রিয়া উপকূল দেখা যায়। | নরওয়ে ও স্ক্যান্ডিনেভিয়া দেশ সমূহে ফিয়র্ড উপকূল দেখা যায়। |
ডালমেশিয়ান উপকূল
সমুদ্র উপকূল ভূমির সাথে সমান্তরাল ভাবে অবস্থিত কোন পার্বত্য অঞ্চলের কিছুটা অংশ অবনমিত হয়ে সমুদ্র গর্ভে নিমজ্জিত হলে, তাকে ডালমেশিয়ান উপকূল বলে।
উদাহরণ: আড্রিয়াটিক উপসাগরের তীরে অবস্থিত ডালমেশিয়ান অঞ্চলে এই প্রকার উপকূল দেখা যায় বলে পৃথিবীর সর্বত্র এই জাতীয় উপকূল ডালমেশিয়ান উপকূল নামে পরিচিত।
সমুদ্রে নিমজ্জিত হওয়ার ফলে উপত্যকা গুলি জলপূর্ন অবস্থায় থাকে এবং উচ্চভূমির শিখরগুলি দ্বীপ গঠন করে। এই দ্বীপ গুলি দীর্ঘায়িত, সংকীর্ন প্রকৃতির হয় এবং উঁচু প্রাচীরের মতো অবস্থান করে।