সুনামি কি ? What is Tsunami | সুনামি সৃষ্টির কারণ ও ফলাফল: “সুনামি” একটি জাপানি শব্দ, যার আক্ষরিক অর্থ হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস। সমুদ্রের তলদেশে কোন শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হলে সমুদ্রের জলরাশিতে যে বিশাল আকৃতির ঢেউয়ের সৃষ্টি হয়, তাকে সুনামি বলে। ভূবিজ্ঞানীদের মতে ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮ মাত্রা অতিক্রম করলে সুনামির সৃষ্টি হয়।
উদাহরণ: 2004 সালের 26 শে ডিসেম্বর ভারত মহাসাগরের সুমাত্রা দ্বীপের পশ্চিম আচে ৮.৯ রিখটার স্কেলে যে ভূমিকম্প হয়েছিল, তাতে ২০-২৫ মিটার উচ্চতা বিশিষ্ট সামুদ্রিক ঢেউ গুলি শ্রীলংকা, ইন্দোনেশিয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সোমালিয়াতে আছড়ে পড়েছিল।