ইয়ারদাং বলতে কী বোঝো? ইয়ার্দাং – Yardang

Rate this post

ইয়ারদাং বলতে কী বোঝো? ইয়ার্দাং – Yardang

ইয়ার্দাং: মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় কার্যের ফলে সৃষ্ট মোরগের ঝুঁটির আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে ইয়ারদাং বলে।

উৎপত্তি: মরু অঞ্চলে বায়ুর প্রবাহ পথে কঠিন শিলা ও কোমল পর্যায়ক্রমে উল্লম্বভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়ে স্বল্প উচ্চতা যুক্ত রৈখিক খাড়া দেওয়াল রূপে অবস্থান করে এবং দুটি কঠিন শিলাস্তরের মধ্যবর্তী কোমল শিলাস্তর বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে সুড়ঙ্গের আকার ধারণ করে। এই কঠিন শিলা দ্বারা গঠিত খাড়া দেওয়াল যুক্ত ভূমিরূপটি ইয়ারদাং নামে পরিচিত।

বৈশিষ্ট্য

1)মরুভূমির মাঝে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উল্লম্বভাবে অবস্থান করলে এই ধরনের ভূমিরূপ গঠিত হয়।

2) ইয়ারদাং এর উচ্চতা 5-15 মিটার এবং বিস্তার 70-400 মিটার পর্যন্ত হয়।

3) বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ গঠিত হয়।

4) ইয়ারদাং এর আকৃতি মোরগের ঝুঁটির ন্যায় হয়।

5) ইয়ারদাং আরো ক্ষয়প্রাপ্ত হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে নিডিল বলা হয়।

উদাহরণ: চিলির আটাকামা মরুভূমিতে এই ধরনের ভূমিরূপ দেখা যায়।

Leave a Comment