জাট ও সওয়ার কী? – What is Zat and Sawar?
জাট ও সওয়ার:
আকবরের মনসবদারি প্রথার দুটো অঙ্গ হল জাট ও সওয়ার। এই দুটি কথার প্রকৃত অর্থ নিয়ে গবেষকদের মত পার্থক্য রয়েছে।
জাট: জাট কথার অর্থ হল পদমর্যাদা এবং মনসবদারের অধীনস্থ অশ্বারোহী সেনার সূচক। অর্থাৎ জাট পদের ভিত্তিতে একজন মনসবদারের বেতন, মর্যাদা ও দায়িত্ব নির্দিষ্ট হত।
সওয়ার: সওয়ার কথার অর্থ হল একজন মনসবদার তাঁর অধীনে প্রকৃত যতজন সেনা পোষণ করতেন তার হিসাব। অর্থাৎ সওয়ার পদ দ্বারা মনসবদারদের অধীনস্থ অশ্বারোহী বাহিনীর সংখ্যা নির্দিষ্ট হত।