দুদু মিঞা স্মরণীয় কেন – Why is Dudu Miyan remembered?

Rate this post

দুদু মিঞা স্মরণীয় কেন – Why is Dudu Miyan remembered?

দুদু মিঞা স্মরণীয় কেন?

মহম্মদ মহসিন আলাউদ্দিন আহমদ দুদু মিঞা নামে জনপ্রিয় ছিলেন। তিনি ছিলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজি শরিয়ৎউল্লাহের পুত্র। হাজি শরিয়ৎউল্লাহের মৃত্যুর পর তিনি ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন।

স্মরণীয় হওয়ার কারণ:

১. দক্ষ সংগঠক ও প্রখর রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তি দুদু মিঞা ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা।

২. তাঁর লক্ষ্য ছিল জমিদারি শাসন ও ব্রিটিশ শাসনের উচ্ছেদ করে স্বাধীন মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করা।

৩. তিনি ঘোষণা করেন যে, জমি আল্লাহের দান। সুতরাং, জমির উপর কর ধার্য করার অধিকার কারও নেই। তিনি তাঁর সমর্থকদের জমিদারের খাজনা না দেওয়ার, নীলকরদের নীল চাষ না করার এবং ব্রিটিশ আইন না মানার আহ্বান জানান।

৪. দুদু মিঞা বাংলাদেশে তার প্রভাবিত অঞ্চলে ‘ফরাজ-ই-খিলাফৎ’ নামক এক প্রশাসন গঠন করেন এবং তাঁর প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুর। নীলকর ও জমিদারদের বিরুদ্ধে লক্ষ লক্ষ দরিদ্র কৃষক তার নেতৃত্বে সমবেত হয়। অনুগামীদের নিয়ে তিনি অত্যাচারী জমিদার ও নীলকরদের কাছারি ও কুঠিতে আক্রমণ চালাতেন।

দুদু মিঞার সুযোগ্য নেতৃত্বে ফরাজি আন্দোলন ধর্মীয়-সামাজিক আন্দোলন থেকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়- এ জন্যই দুদু মিঞা ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।

Leave a Comment