প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন? Why Is Pluto Classified As A Dwarf Planet?: 2006 খ্রিস্টাব্দের 24 শে আগস্ট চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ইউনিয়নের অধিবেশনে বামন গ্রহের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে বামন গ্রহ বলা হয় সেই মহাজাগতিক বস্তুকে-
1)যার যথেষ্ট পরিমাণে ভর থাকবে এবং আকৃতিতে গোলাকার হবে।
2)যেটি নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করবে।
3) যেটি নিজের কক্ষপথের আশেপাশের বস্তুকে সরিয়ে দিতে পারবে না।
4)যেটি উপগ্রহ নয়।
উপরিলিখিত বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে শুভর মর্যাদা থেকে নামিয়ে বামন গ্রহের অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ বাকি আটটি গ্রহের মতো প্রায় সব বৈশিষ্ট্য থাকলেও প্লুটো তার কক্ষপথের বস্তুসমূহকে সরিয়ে দিতে পারেনি। প্রকৃতপক্ষে নেপচুনের পর সৌরজগতের প্রায় শেষ প্রান্তে কুইপার বেল্ট অংশ আছে। সেখানে ভেসে থাকা কোটি কোটি বস্তুর মধ্যে অন্যতম হলো প্লুটো। তাই প্লুটোর কক্ষপথ ও কক্ষতল অন্যান্য গ্রহের থেকে আলাদা।