ইয়াংসিকিয়াং অববাহিকা কে চীনের শস্য ভান্ডার বলা হয় কেন?: চীনের ইচাং থেকে হুনান পর্যন্ত বিস্তৃত মধ্য ইয়াংসি অববাহিকাটি হলো উর্বর সমতল ভূমি। নবীন পলি মৃত্তিকা দ্বারা গঠিত হওয়ার জন্য এবং মৌসুমি প্রকৃতির জলবায়ুর উপস্থিতির জন্য এই অঞ্চলটিকে ধান, গম, তুলা, তামাক, আফিম, ভুট্টা, মিলেট ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই অঞ্চলের এই অভূতপূর্ব কৃষি উন্নতির জন্য চীন ধান ও গম উৎপাদনে পৃথিবীতে প্রথম, চা উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় এবং পাট উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে। ইয়াংসিকিয়াং নদীর মধ্য অববাহিকা অঞ্চলে সব ধরনের কৃষিজ ফসল উৎপাদনের এমন অভাবনীয় সাফল্যের জন্য একে চীনের “শস্য ভান্ডার” বলা হয়।