জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো। | জোয়ার ভাটার প্রভাব ও গুরুত্ব

Rate this post

জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো। | জোয়ার ভাটার প্রভাব ও গুরুত্ব: প্রধানত চন্দ্র ও সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সাগর ও মহাসাগরের জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এক জায়গায় ফুলে ওঠে ও অন্য জায়গায় নেমে যায়। চন্দ্র ও সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সাগর ও মহাসাগরের জলরাশির এই ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এবং উপকূলের নিকটবর্তী নদ নদীতে জোয়ার ভাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। সেগুলি হলো-

ক)জোয়ার ভাটার সুবিধা

১)জোয়ারের জল নদী খাতে প্রবেশ করে নদী খাতের বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে বলে বড় বড় সমুদ্রগামী জাহাজ সহজে দেশের অভ্যন্তরস্থ নদী বন্দরে প্রবেশ করতে পারে। ফলে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়।।

২)ভাটার জলের টানে নদীর মোহনায় সঞ্চিত পলি রাশি সমুদ্রের দিকে চলে যায়। ফলে নদীর মোহনা পলি মুক্ত হয় এবং নদীর নাব্যতা বৃদ্ধি পায়।

৩)জোয়ারের জলের সঙ্গে অনেক সামুদ্রিক মাছ নদীতে প্রবেশ করে। ফলে মৎস্য আহরণের সুবিধা হয়।

৪)জোয়ারের ফলে শীত প্রধান অঞ্চলের নদীগুলিতে সমুদ্রের লবণাক্ত জল প্রবেশের কারণে নদী বন্দরগুলি বরফ মুক্ত থাকে।

৫)জোয়ার-ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে অনেক দেশে বিদ্যুৎ উৎপাদন করা হয়। গুজরাটের কচ্ছ অঞ্চলে জোয়ার-ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

খ)জোয়ার ভাটার অসুবিধা

১)জোয়ারের জল অনেক সময় মোহনার পলি তুলে নিয়ে নদীগর্ভে সঞ্চয় করে। ফলে নদীর গভীরতা হ্রাস পায়।

২)জোয়ার-ভাটার ফলে নদীর মিষ্টি জল লবণাক্ত হয়ে পড়ার কারণে তা সেচের ও পানের অনুপযুক্ত হয়ে পড়ে।

৩)জোয়ার-ভাটার প্রভাবে নদীর মোহনা পলি মুক্ত হলে বদ্বীপ গঠনের কাজ বাধাপ্রাপ্ত হয়।

৪) প্রবল জোয়ারের ফলে বিশেষত বান ডাকার সময় নদীতে প্রবল জলস্ফীতি ঘটলে নদীর পাড় ভেঙ্গে গিয়ে বন্যা সৃষ্টি হয়।এর ফলে ঘরবাড়ি ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষ ও গৃহপালিত পশুর মৃত্যু হয়।

৫)প্রবল জোয়ারের সময় বিশেষত বান ডাকার সময় প্রবল জলস্ফীতির কারণে নৌকা ও জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

Leave a Comment