বিভিন্ন ঐতিহাসিক বিদ্রোহ ও তাদের নেতৃবৃন্দ

বিভিন্ন ঐতিহাসিক বিদ্রোহ ও তাদের নেতৃবৃন্দ: সিপাহি বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ ১৮৫৭ সালের ১০ মে অধুনা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহিদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর ও মধ্য ভারতে (অধুনা উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল) ছড়িয়ে পড়েছিল। এই সব অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়। ১৮৫৮ সালের ২০ জুন গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পরই একমাত্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়। সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, ১৮৫৭ সালের বিদ্রোহ ও ১৮৫৮ সালের গণ-অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়ে থাকে। এই বিদ্রোহ দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়।

আজ ভারতের বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন তালিকা PDF টি দিচ্ছি, যেটিতে পরাধীন ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ ও আন্দোলন সম্পর্কিত তথ্য রয়েছে। ইতিহাসের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে বার বার প্রশ্ন আসে। যেমন:- চুয়াড় বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? ইত্যাদি।

বিভিন্ন ঐতিহাসিক বিদ্রোহ ও তাদের নেতৃবৃন্দ

বিদ্রোহসালনেতাগণ
সন্ন্যাসী ও  ফকির বিদ্রোহ১৭৬০-১৮০০ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী
চুয়াড় বিদ্রোহ১৭৬৯-৯৯জগন্নাথ সিং, দুর্জন সিং, রানি শিরোমণি
রংপুর বিদ্রোহ১৭৮৩নুরুলুদ্দিন
ফরাজী আন্দোলন১৮০৪দুদুমিয়া
পাইক বিদ্রোহ১৮১৭-১৮বিদ্যাধর মহাপাত্র
কোল বিদ্রোহ১৮২০-৩৩সুই মুন্ডা, কিন্দরাই মানকি, জোয়া ভগত
ওয়াহাবী আন্দোলন১৮২২তিতুমীর, সৈয়দ আহমেদ
সাঁওতাল বিদ্রোহ১৮৫৫সিধু, কানু, ভৈরব
সিপাহী বিদ্রোহ১৮৫৭মঙ্গল পান্ডে, তাঁতিয়া তোপী, নানা সাহেব, লক্ষ্মীবাঈ
নীল বিদ্রোহ১৮৫৯-৬০বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মন্ডল, দিগম্বর বিশ্বাস
হোমরুল আন্দোলন১৯১৬-১৭অ্যানিবেসান্ত, বাল গঙ্গাধর তিলক
রাওলাট সত্যাগ্রহ১৯১৯মহাত্মা গান্ধী, সত্যপাল
অসহযোগ আন্দোলন১৯২০-২২গান্ধীজি
খিলাফত আন্দোলন১৯১৯-২২মহাত্মা গান্ধী, শওকত আলি, লিয়াকত আলী
আইন অমান্য আন্দোলন১৯৩০গান্ধীজি
ভারত ছাড় আন্দোলন১৯৪২গান্ধীজি
নৌ বিদ্রোহ১৯৪৬

Leave a Comment